‘৪ মাস ধরে আমার সুখের সংসার ভাঙার চেষ্টা করেছেন জায়েদ’
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:৫৮,অপরাহ্ন ১৩ জুন ২০২২ | সংবাদটি ৩৩ বার পঠিত
বিনােদন ডেস্ক
জায়েদ গত ৪ মাস ধরে আমার সুখের সংসার ভাঙার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ঢালিউড অভিনেতা ওমর সানি। শনিবার (১১ জুন) এক বিয়ের অনুষ্ঠানে জায়েদ তাকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
ওই ঘটনার পর রবিবার (১২ জুন) ওমর সানি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে ওমর সানি বলেন, শিল্পী সমিতির সদস্য জায়েদ খান গত ৪ মাস যাবৎ আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে নানা হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছে। এ ব্যাপারে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বার বার বোঝানোর চেষ্টা করে আসছি। যার প্রমাণ আমার ছেলের কাছে আছে।
সানির অভিযোগ, বিষয়টি নিয়ে তিনি জ্যেষ্ঠ অভিনেতা ডিপজলের কাছে বিচার দিলেও কোনো সুরাহা হয়নি।
শনিবার জায়েদের সঙ্গে ডিপজলের ছেলের বিয়েতে দেখা হলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে জায়েদ তাকে গুলি করার হুমকি দেন বলে অভিযোগ সানির।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগের মাধ্যমে শিল্পী সমিতি থেকে জায়েদ খানের পদত্যাগ দাবি করেছেন ওমর সানি।