জায়েদকে ‘ভালো ছেলে’ বলায় মৌসুমীর ওপর ক্ষেপেছেন সানী
প্রকাশিত হয়েছে : ৫:১৬:৩২,অপরাহ্ন ১৩ জুন ২০২২ | সংবাদটি ৩৪ বার পঠিত
বিনোদন ডেস্ক
বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় ও দম্পতি নায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী। সুখে-শান্তিতে দাম্পত্য জীবনের ২৬টি বসন্ত পার করেছেন এই তারকা জুটি। কিন্তু সম্প্রতি জায়েদ খানকে নিয়ে শুরু হওয়া এক বিতর্কে ভক্তদের মনে আশঙ্কা, চিড় ধরেছে সানী-মৌসুমীর সম্পর্কে!
সোমবার (১৩ জুন) মৌসুমীর একটি অডিও বক্তব্যে সেই আশঙ্কা আরো জোরালো হলো। জায়েদ খান ও ওমর সানীর মধ্যকার দ্বন্দ্ব-লড়াই ইস্যুতে ওই বিবৃতি দিয়েছেন মৌসুমী।
মৌসুমী বলেন, ‘কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে (জায়েদ খান) আমাকে বিরক্ত করছে-উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে… জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’
জায়েদ খানকে ‘ভালো ছেলে’ আখ্যা দিয়ে মৌসুমী বলেন, ‘আমাকে ছোট করার মধ্যে, যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই, তিনি কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।’
এদিকে মৌসুমীর অডিও বক্তব্য শুনে বেজায় ক্ষেপেছেন ওমর সানী।
তিনি বলেন, ‘আমি জায়েদ খান সম্পর্কে যে কথাগুলো বলেছি সেখানে অটল আছি। জায়েদ খান সম্পর্কে পুরো ইন্ডাস্ট্রি যা জানে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারাও ভালো করে জানেন। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির মানুষগুলো এটার উত্তর দেবে। আমি মৌসুমীকে বাজে কোনো কথা বলব না। সে আমার স্ত্রী। সে একজন গর্জিয়াস নারী। কোনো কারণেই তাকে আমি ব্লেইম দেবো না। সে কী ভেবে কী কারণে কথাগুলো (অডিওবার্তা) বলেছে এটা একমাত্র সে আর তার আল্লাহ জানে।’
ওমর সানী আরো বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলে বড় হয়েছে। তার স্ত্রী আছে। আমরা ৫ জনের সংসার। সমস্ত কিছু, জায়েদ খানের গাড়ির বিষয়ে আমাদের কাছে বেশ ভালো প্রমাণ আছে। সেটা আমরা চাচ্ছিলাম বলতে। সব পরিবারেই দাম্পত্য কলহ অল্পস্বল্প থাকে। আমরা চাচ্ছিলাম নিজেরা নিজেরা এটা মিট করতে। সেদিন এটা এত এক্সট্রিমলি চলে গিয়েছিল আমি আউটবাস্ট হয়ে গিয়েছিলাম।’
সবশেষ এই নায়ক বলেন, ‘আমি মৌসুমীর প্রতি সম্মান জানাই। আমার ছেলে-মেয়ে বাকি কথাগুলো বলবে, এটার সত্যতা কতটুকু।’