টেস্ট ক্রিকেটে মুরালিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন বোল্ট!
প্রকাশিত হয়েছে : ১১:২১:৫১,অপরাহ্ন ১৪ জুন ২০২২ | সংবাদটি ২২ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহকের তালিকায় সবার ওপরে শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরন। বল হাতে সুখ্যাতির কমতি নেই নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টরেও।
এবার ব্যাট হাতে মুরালিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের এই পেসার। এরআগে, এই রেকর্ডের মালিক ছিলেন মুরালিধরন।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান নটিংহ্যাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩৩ রান করে মুরালিকে পেছনে ফেলেন বোল্ট।
টেস্টে ১১ নম্বরে ব্যাট হাতে ৬৮ ম্যাচের ৯৮ ইনিংসে সর্বোচ্চ ৬২৩ রানের মালিক ছিলেন মুরালি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান নটিংহাম টেস্টের আগে ১১ নম্বরে ব্যাট হাতে নেমে ৫৬ টেস্টের ৭৭ ইনিংসে বোল্টের রান ছিল ৬০৭। তাই মুরালির রানকে টপকে যেতে ১৭ রান দরকার ছিল বোল্টের। কিন্তু নটিংহাম টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৬ রান করে মুরালির রেকর্ড স্পর্শ করেছিলেন বোল্ট।
তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৭ রান করার পথে মুরালির বিশ্বরেকর্ড ভাঙেন বোল্ট। এখন টেস্টের ১১ নম্বরে ব্যাট করে বোল্টের পরিসংখ্যান ৫৭ টেস্টের ৭৯ ইনিংসে ৬৪০ রান। মুরালির চেয়ে ১৯ ইনিংস কম খেলে সর্বোচ্চ রান করলেন বোল্ট।
এই পজিশনে একটা হাফ সেঞ্চুরিও রয়েছে বোল্টের। ১১ নম্বরে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকার তিনে রয়েছেন জেমস অ্যান্ডারসন। ১৬৪ ইনিংসে ৬০৯ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ক্যারিয়ার সেরা ৮২ রানের ইনিংসটাও এই পজিশনে খেলেছেন অ্যান্ডারসন।
চারে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। ৯৭ টেস্টের ১২৮ ইনিংসে ৬০৩ রান করেছেন তিনি। এই পজিশনে সর্বোচ্চ ৬১ রানের ইনিংসও খেলেছেন এই অজি ব্যাটার। পাঁচে থাকা কোর্টনি ওয়ালস করেছেন ৫৫৩ রান।
১১ নম্বরে ৮০ টেস্টের ১২২ ইনিংসে ব্যাটিং করলেও কোনো হাফ সেঞ্চুরির দেখা পাননি ওয়ালশ। এদিকে এই পাঁচজন ব্যতীত এই পজিশনে আরো কোনো ব্যাটারের পাঁচশ রান নেই। সূত্র: হিন্দুস্তান টাইমস।