উড়ন্ত বিমানের ছাদ থেকে বৃষ্টির মতো পানি, আতংক আকাশচুম্বী!
প্রকাশিত হয়েছে : ৫:৫১:০৮,অপরাহ্ন ১৯ জুন ২০২২ | সংবাদটি ৫৪ বার পঠিত
বাংলা স্টেটমেন্ট ডেস্ক
ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। ব্রিটিশ এয়ারওয়েজের বিমান ‘বিএ২৯২’ মডেলটি লন্ডন থেকে ওয়াশিংটন ডিসি যাচ্ছিল। হঠাৎই এ সময় বিমানের ছাদ থেকে পানি পড়তে শুরু করে। উড়ন্ত বিমানে এমন ঘটনা মোটেও স্বাভাবিক নয়।
বিমানের ছাদ থেকে বৃষ্টির ধারা যেন থামছেই না। উপায় না দেখে যাত্রীরা এয়ার হোস্টেসদের বিষয়টি জানায়। বিমানের অন্য কর্মীরা খবর পেয়ে যাত্রীদের ধৈর্য ধরে শান্ত হওয়ার পরামর্শ দেয়। প্রথমদিকে কেউই এই অদ্ভূত ঘটনার কারণ খুঁজে পাচ্ছিল না। শেষে সিসি ক্যামেরায় পানি ঝরার কারণ খুঁজে বের করতে চিরুনি অভিযানে নামে কর্তৃপক্ষ।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, যাত্রীদের কক্ষের ছাদের ঠিক ওপরেই বিমানের ওভারহেড বগিতে একটি পানি সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। সেই পানি পরিষ্কার ও নিরাপদ।
তবে সেই স্থানের দেখভালের জন্য যারা নিয়োজিত ছিল তাদের দায়িত্বের খামখেয়ালির জন্য সেখানে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল। যার কারণেই সেই পানি বিমানের ছাদ বেয়ে যাত্রীদের গায়ে পড়তে শুরু করে। তবে এই ঘটনায় বিমান কর্মীরা সিসি টিভি ফুটেজে ত্রুটি খুঁজে পেয়েই তড়িঘড়ি করে তার সমাধান করতে নেমে যায় এবং পানি পড়া বন্ধ করে।