মৌলভীবাজারে ২ লাখ মানুষ পানিবন্দি
প্রকাশিত হয়েছে : ১:০৪:১৬,অপরাহ্ন ২০ জুন ২০২২ | সংবাদটি ৩৩ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি
পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে মৌলভীবাজার জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে ৭ উপজেলার প্রায় ২ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
রবিবার (১৯ জুন) জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, বন্যায় সদর উপজেলা, বড়লেখা উপজেলার পৌর এলাকা এবং ১০ ইউনিয়নের ২০০ গ্রামের এক লাখ ৮০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া, কুলাউড়া উপজেলার ৭ ইউনিয়নের ৫০ গ্রামের ১০ হাজার মানুষ এবং জুড়ী উপজেলার তিন ইউনিয়নের ২৮ গ্রামের প্রায় ১৬ হাজার মানুষ পানিবন্দি আছেন।
এদিকে, কুলাউড়া ও জুড়ী উপজেলায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ঘোষণা করেছে আঞ্চলিক বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ। এ অবস্থায় বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক কন্ট্রোল রুম খোলা হয়েছে।
কুলাউড়া আঞ্চলিক বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি জানান, বন্যার পানিবৃদ্ধি পাওয়ায় কুলাউড়া উপজেলার ইসলামগঞ্জ এবং জুড়ীর নার্সারি ফিডারের বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার পানি কমে গেলে বিদ্যুৎ পুনরায় চালু করা হবে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, বন্যাদুর্গতদের সরকারি সহায়তা দেয়া হবে। রবিবার থেকে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।