যুবদল সভাপতি টুকু আটক
প্রকাশিত হয়েছে : ১২:০৫:০৯,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ১১৯ বার পঠিত
রাজশাহীর বিএনপির গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। টুকুর সাথে থাকা যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম নয়নও আটক করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, রাজশাহী গণসমাবেশ শেষে ঢাকা আসার পথে সাভার আমিন বাজার থেকে সুলতান সালাউদ্দিন টুকু ও নরুল ইসলাম নয়নকে আটক করা হয়েছে। তারা দুজন একই গাড়িতে ছিলেন।