খালেদা জিয়ার বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
প্রকাশিত হয়েছে : ১২:১৩:০৩,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ১৩৯ বার পঠিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ফিরোজার সামনের রাস্তার দুই দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।
শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনের সামনে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে-
জানা গেছে, বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনের রাস্তার দুই দিকে গুলশান থানার দায়িত্বে পুলিশ চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য গাড়ি তল্লাশি করা হবে।