ড. ইউনূসকে শুভকামনা জানালেন মোদী
প্রকাশিত হয়েছে : ১১:৪১:১৩,অপরাহ্ন ০৮ আগস্ট ২০২৪ | সংবাদটি ৪৭ বার পঠিত
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় তাঁকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৮ আগস্ট, বৃহস্পতিবার রাতে ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর নরেন্দ্র মোদী তার এক্সে (সাবেক টুইটার) এ শুভকামনা জানান।
মোদী লেখেন, দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, দুই দেশের নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার পর শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।