আদালতে আনিসুল হক ও সালমান এফ রহমান
প্রকাশিত হয়েছে : ৭:৩০:৩৪,অপরাহ্ন ১৪ আগস্ট ২০২৪ | সংবাদটি ৮০ বার পঠিত
বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
রাজধানীর নিউমার্কেট থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে অবশেষে আদালতে নেওয়া হয়েছে।
১৪ আগস্ট, বুধবার বিকেলে পৌনে ছয়টার দিকে তাদের ডিবি কার্যালয় থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে বের করা হয়।
সকাল থেকে শোনা যাচ্ছিল তাদেরকে আদালতে নেওয়া হবে। কিন্তু সকালে তাদের নেওয়া হয়নি। অবশেষে বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হলো।
এর আগে, গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের আটকের পর নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, নিউমার্কেটের সাইন্সল্যাব এলাকায় গাড়ি ভাঙচুর এবং সহিংসতার ঘটনায় আসামি করা হয়েছে। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড চাইবে।