“ দক্ষিন সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত “
প্রকাশিত হয়েছে : ৩:৪৭:১৪,অপরাহ্ন ০২ অক্টোবর ২০২৪ | সংবাদটি ১৭ বার পঠিত
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের ( DSS ) উদ্যোগে সংগঠনের আহ্বায়ক জনাব আকিকুর রহমান আকিকের সভাপতিত্বে ও সদস্য সচিব জনাব ফেরদৌস আহমদ শেরদিলের পরিচালনায় পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল সেন্টারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন সর্বজনাব -যুগ্ন আহ্বায়ক মহিউদ্দিন আলমগীর ,মোহাম্মদ মুজিব হোসেন ,শাহ আলম শাহিন চৌধুরী ,মকসুদ আহমদ ,কয়েছ চৌধুরী ,পারভেজ আহমদ ,আক্তার হোসেন ,
শাহ ইমরান হোসেন ,আজিজুর রহমান টিপু ,রানা মিয়া ,নজরুল ইসলাম ,আব্দুস শহিদ , মোহাম্মদ নজরুল ইসলাম,হুমায়ুন কবির ,মোহাম্মদ আনছার মিয়া ,রফিক মিয়া , সুরত মিয়া ফারুক ,রুহুল আমিন লুলু ,পুতুল আহমদ,সিরাজুল হক এনাম,আলী আকবর প্রমুখ।
সভায় বক্তারা , দক্ষিন সুরমার উন্নয়নে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।
আগামী ১৪ই অক্টোবর সংগঠনকে আরো বেগবান ও গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।