বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় হতাশ স্মিথ
প্রকাশিত হয়েছে : ৩:০৫:১০,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৫ | সংবাদটি ২৮১ বার পঠিত
বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জানিয়েছেন দ্রুতই বাংলাদেশের সঙ্গে আলোচনা করে নতুন সময় ঘোষণা করবেন তারা।
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ বাংলাদেশ সফর থেকেই আনুষ্ঠানিক ভাবে নেতৃত্বটা নিজের কাধে বুঝে নিতেন। কিন্তু সেটা পিছিয়ে গেল নিরাপত্তা ঝুঁকির কথা বলে সফর স্থগিত করায়। সেজন্য হতাশা ব্যক্ত করে আজ শুক্রবার সকালে তিনি বলেন, অবশ্যই খেলোয়াড়দের নিরাপত্তাটা সবচেয়ে বেশি গুরুত্বপুর্ণ। ক্রিকেট অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে গত সপ্তাহে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে যে এই সময়ে আমাদের বাংলাদেশ সফর করা নিরাপদ নয়।
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এর মতে ‘অনাকাঙ্খিত’ পরিস্থিতির জন্য সফর বাতিল করতে হওয়ায় বাংলাদেশের সমর্থকদের সমবেদনা জানিয়ে তিনি বলেন, পরিষ্কারভাবেই এটি বাংলাদেশের জন্য হতাশাজনক সংবাদ এবং আমরা তাদের হতাশাকে সম্মান করি। এই সফরের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করা হচ্ছিল, আমরা নয় বছর আগে বাংলাদেশে সর্বশেষ টেস্ট খেলেছি। সফরের নতুন সময়সূচি নির্ধারণ করতে বিসিবির সঙ্গে আলোচনায় বসবে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাদারল্যান্ড বলেন, আমরা আশা করি বাংলাদেশের সঙ্গে আমরা দ্রুতই আলোচনায় বসে একটা সময় ঠিক করতে চেষ্টা করবো। ক্রিকেট অস্ট্রেলিয়া