ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

অগ্নিপরীক্ষায় আওয়ামী লীগ!

৫ জানুয়ারির একতরফা নির্বাচন, ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ নানান কারণে ইমেজ সঙ্কটে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যেই আবার আয়োজন করা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকারি দল আওয়ামী লীগ।

ডিসেম্বরে পৌরসভা নির্বাচন ও মার্চে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে তৃণমূলের রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। আওয়ামী লীগসহ অন্যায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি।

দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগের যে সুনাম ক্ষুন্ন হয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার মাধ্যমে তা ঘোচাতে চায় দলটি। পাশাপাশি এই নির্বাচনকে ঘিরে বড় ধরণের রাজনৈতিক হিসাব-নিকাশ করছে সরকার ও তার দল।

আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে বিএনপিসহ নানা মহলে প্রশ্ন রয়েছে। এদিকে দেশে-বিদেশে মধ্যবর্তী নির্বাচনের জন্যও চাপে রয়েছে সরকার। এছাড়াও জাতীয় নির্বাচনের দাবিতে জানুয়ারিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এসব দিকে লক্ষ্য রেখেই এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীনরা।

ক্ষমতাসীন দলের অনেকে মনে করছেন, যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। তাই দলের জনপ্রিয়তা এবং আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে কিছু ধারণা পাওয়া যাবে এ নির্বাচন থেকে। পাশাপাশি দলীয় প্রতীকে নির্বাচন হলে তৃণমূলে দল আরও শক্তিশালী হবে।

আ্ওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ। খুব শীঘ্রই এ বিষয়ে দলীয় ফোরামে আলাপ-আলোচনার জন্য কয়েক দফা বৈঠক ডাকা হবে। ওই বৈঠকে স্থানীয় নির্বাচনের বিষয়ে দলীয় কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।

সূত্রটি আরও জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে। এ ক্ষেত্রে দলের মধ্যে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং বিদ্রোহী প্রার্থী না হতে পারে এ জন্য খুব সতর্ক অবস্থানে রয়েছে তারা। প্রয়োজনে সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনেও বোর্ড করে দেওয়া হবে। ওই বোর্ডে একজন করে কেন্দ্রীয় নেতা থাকবেন। আর ওই বোর্ডই প্রার্থী ঠিক করবে দিবে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে। এ নির্বাচনের জন্য বাংলাদেশ আওযামী লীগ প্রস্তুত রয়েছে। তবে নির্বাচনী কৌশল সম্পর্কে দলীয়ভাবে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। দলীয় মনোনয়নসহ অন্যান্য বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য ও দেশের উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন, তাতে আমরা এ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।

1444933019_lig

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

অগ্নিপরীক্ষায় আওয়ামী লীগ!

আপডেট সময় : ১২:৩০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫

৫ জানুয়ারির একতরফা নির্বাচন, ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ নানান কারণে ইমেজ সঙ্কটে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যেই আবার আয়োজন করা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকারি দল আওয়ামী লীগ।

ডিসেম্বরে পৌরসভা নির্বাচন ও মার্চে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে তৃণমূলের রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। আওয়ামী লীগসহ অন্যায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি।

দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগের যে সুনাম ক্ষুন্ন হয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার মাধ্যমে তা ঘোচাতে চায় দলটি। পাশাপাশি এই নির্বাচনকে ঘিরে বড় ধরণের রাজনৈতিক হিসাব-নিকাশ করছে সরকার ও তার দল।

আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে বিএনপিসহ নানা মহলে প্রশ্ন রয়েছে। এদিকে দেশে-বিদেশে মধ্যবর্তী নির্বাচনের জন্যও চাপে রয়েছে সরকার। এছাড়াও জাতীয় নির্বাচনের দাবিতে জানুয়ারিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এসব দিকে লক্ষ্য রেখেই এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীনরা।

ক্ষমতাসীন দলের অনেকে মনে করছেন, যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। তাই দলের জনপ্রিয়তা এবং আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে কিছু ধারণা পাওয়া যাবে এ নির্বাচন থেকে। পাশাপাশি দলীয় প্রতীকে নির্বাচন হলে তৃণমূলে দল আরও শক্তিশালী হবে।

আ্ওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ। খুব শীঘ্রই এ বিষয়ে দলীয় ফোরামে আলাপ-আলোচনার জন্য কয়েক দফা বৈঠক ডাকা হবে। ওই বৈঠকে স্থানীয় নির্বাচনের বিষয়ে দলীয় কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।

সূত্রটি আরও জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে। এ ক্ষেত্রে দলের মধ্যে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং বিদ্রোহী প্রার্থী না হতে পারে এ জন্য খুব সতর্ক অবস্থানে রয়েছে তারা। প্রয়োজনে সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনেও বোর্ড করে দেওয়া হবে। ওই বোর্ডে একজন করে কেন্দ্রীয় নেতা থাকবেন। আর ওই বোর্ডই প্রার্থী ঠিক করবে দিবে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে। এ নির্বাচনের জন্য বাংলাদেশ আওযামী লীগ প্রস্তুত রয়েছে। তবে নির্বাচনী কৌশল সম্পর্কে দলীয়ভাবে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। দলীয় মনোনয়নসহ অন্যান্য বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য ও দেশের উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন, তাতে আমরা এ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।

1444933019_lig