টেস্টের হাল ছাড়েননি তাসকিন
প্রকাশিত হয়েছে : ১১:০৫:৩০,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৫ | সংবাদটি ২৫১ বার পঠিত
ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ইনজুরির কবলে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সম্ভাবনাময় ফাস্ট বোলার তাসকিন আহমেদকে। এজন্য অনেকেই মনে করেন হয়ত টেস্ট ক্যারিয়ারটা অপূর্ণই থাকছে এই তরুণের। তবে নিজে এমনটি ভাবছেন না।
বৃহস্পতিবার মিরপুরে জাতীয় দলের ক্যাম্প শেষে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘টেস্ট ক্রিকেট না খেলতে পারলে একজন ক্রিকেটার হিসেবে পরিপূর্ণতা আসবে না। তো আমার স্বপ্ন টেস্ট খেলা। শুধু টেস্ট খেলা নয়! সব ফর্মেটের ক্রিকেটেই খেলা। চেষ্টা করছি এবং আরো বেশি পরিশ্রম করে যাচ্ছি। আশা করি সামনে টেস্ট খেলার সুযোগ আসলে সেখানে খেলতে পরবো, সেই আশা রাখি।’
গত জুনে ভারতের বিপক্ষে সিরিজে থাকলেও পুরোটা খেলতে পারেননি। ইনজুরির কারণে সিরিজের তৃতীয় খেলায় মাঠের বাহিরে থাকতে হয় তাকে। একই কারণে সুযোগ হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজেও। সেই সমস্যা কাটিয়ে ‘এ’ দলের সাথে ভারত সফরে গিয়ে ফের ইনজুরির কবলে পড়েন পেসার তাসকিন আহমেদ। চোট কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছেন তিনি। টানা এই চোটের ধাক্কা সামলে এই সিরিজে কি সেরাটা ঢেলে দেয়া সম্ভব? তাসকিনের বিশ্বাস, তিনি পারবেন। তাসকিন বলেন, ‘ইনুজরিতে কারোরই হাত নেই। আমিও চাইবো ইনজুরি যাতে আর না আসে। এরপরও যদি ইনজুরি আসে, এটা থেকে কামব্যাক করার মানসিকতাও আমার আছে। আমি চেষ্টা করবো সামনে যাতে এই সমস্যা আর না হয়। পুরোপুরি ফিট হয়েই যাতে মাঠে পারফরম করতে পারি। সামনে বড় বড় অনেক টুর্নামেন্ট আছে। আমি কখনই চাইবো না যাতে ইজনুরির কারণে দলের বাহিরে থাকতে।’