সেইন্ট আলবানস আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা
আগামী ২১শে ফেব্রুয়ারী মহান জাতীয় মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা স্হানীয় একটি ক্যাফে রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। সেইন্ট আলবানস আওয়ামীলীগের সভাপতি জনাব জিল্লুর রশীদ লীল ও সাধারন সম্পাদক জনাব ফেরদৌস শেরদিলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সব্বর্জনাব
তোফাজ্জল হোসেন , জমজম রশীদ , আলাউর রহমান , লতিফুর রহমান চৌধুরী জিতু মিয়া , জুনেদ চৌধুরী , কামরান আহমদ সিকন্দরী , বজলুর রহমান , লোকমান হেকিম , জিহাদুর রহমান জিকু , আব্দুল লতিফ সাহেদ , মোহাম্মদ এনাম ও জিলু মিয়া প্রমুখ।
সভায় সব্বর্সম্মতিক্রমে আগামি ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ন এবং ২৬ শে ফেব্রুয়ারী আলোচনা সভা অনুষ্টানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সকল মতাবেদ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এক সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। 
প্রতিনিধির নাম 










