ক্রীড়া প্রতিবেদক,
ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে জায়গা পাননি বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্টে খেলা রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত। জায়গা পাননি ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশ স্কোয়াডে থাকা মোস্তাফিজুর রহমানও।
হায়দ্রাবাদ টেস্টে ডাক পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসরের প্রথম রাউন্ডের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান লিটন দাস। তিনি উইকেটরক্ষকের দায়িত্বও পালন করে থাকেন। তাই বলা যায়, নুরুল হাসান সোহানের জায়গাটি দখল করেছেন লিটন দাস।
নিউজিল্যান্ড সিরিজে প্রথমে দলে ছিলেন পেসার মোহাম্মদ শহীদ। কিন্তু তিনি হঠাৎ ইনজুরিতে পড়ায় ডাক পান রুবেল হোসেন। নিউজিল্যান্ড সিরিজে খেললেও ভারত সিরিজ থেকে পড়েছেন রুবেল হোসেন।
নিউজিল্যান্ড সিরিজে নাজমুল হোসেন শান্তকে দিয়ে কোনও ম্যাচ খেলানোর পরিকল্পনা ছিল না দলের। কিন্তু মুমিনুল হক ইনজুরিতে পড়ায় হঠাৎ শান্ত দলে ডাক পান এবং ক্রাইস্টচার্চ টেস্টের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। কিন্তু ভারত সিরিজের স্কোয়াডে তিনি জায়গা পাননি।
অন্যদিকে, ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর নিউজিল্যান্ড সিরিজের মাধ্যমে ক্রিকেটে ফিরলেও সেখানে তিনি সব ম্যাচ খেলতে পারেননি। তিনি ওয়ানডে সিরিজে দুইটি ও টি-টোয়েন্টি সিরিজে দুইটি করে ম্যাচ খেললেও টেস্ট সিরিজে একটি ম্যাচও খেলেননি। ভারত সিরিজেও ১৫ সদস্যের স্কোয়াডে তার নাম নেই।
১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায়, কামরুল ইসলাম রাব্বী, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।
প্রতিনিধির নাম 










