
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যুর ৬ ঘণ্টা পর মারা গেলেন তার নানী রোকেয়া বেগম (৯০)। নাতীর মৃত্যুর শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে নানীর মৃত্যু হয়েছে বলে নিহত সাংবাদিক শিমুলের ছোট ভাই আজাদ হোসেন জানিয়েছেন। তিনি জানান, শনিবার (৪ ফেব্রæয়ারি) সকাল ১০টায় নানী ও নাতির এক সাথে দাফন করা হবে।
সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যুতে শাহজাদপুরসহ পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষ চলাকালে পৌর মেয়রের শর্টগানের গুলিতে আহত হয় দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার সকালে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে দুপুর একটার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃত্যু হয়।এই খবরটি ছড়িয়ে পড়লে কান্নায় ভেঙে পড়েন তার নানীসহ পরিবারের লোকজন। এরই এক পর্যায়ে রাত ৭টায় শাহজাদপুর মালদা গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সাংবাদিক শিমুলের নানী রোকেয়া বেগম।
সংবাদ শিরোনাম ::
গুলিতে নিহত সাংবাদিকের শোকে নানীর মৃত্যু
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
- 365
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ











