ভোলা প্রতিনিধি
বর্তমান সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির ৯০ দিন পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা ২০১৮ সনের ডিসেম্বর বা ২০১৯ এর জানুয়ারির প্রথম সপ্তাহও হতে পারে।’ শনিবার ভোলা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ ও জেলার চারজন সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীসহ অন্যরা
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়ার একটি কোম্পানিকে ভোলার গ্যাস উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোলায় গ্যাসভিত্তিক শিল্প হবে। ভোলা-বরিশাল ব্রিজের সমীক্ষার কাজ চলছে, এটি অনুমোদনের জন্য একনেকে যাবে। এটি হলে পদ্মাসেতু হয়ে ভোলা থেকে ৪ ঘণ্টায় ঢাকা যাওয়া যাবে।’
ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান ও সাবেক সচিব এম মোকাম্মেল হক, ভোলা-৪ আসনের সাংসদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।
প্রতিনিধির নাম 








