
নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে নতুন কৌশলের কথা ভাবছে সরকার। রবিবার বিকেলে সচিবালয় থেকে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘এ বিষয়ে এখনও কিছু ভাবিনি। তবে বাংলাদেশ ব্যাংকের কাছে অভিমত চেয়েছি। তাদের অভিমত পেলে নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। কারণ অনেকদিন তো হয়ে গেল।’
উল্লেখ্য, গত বছরের ৪ ফেব্রুয়ারি সংঘটিত রিজার্ভ চুরির ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে দেড় কোটি ডলার ফেরত পাওয়া গেছে। বাকি অর্থ কোথায় আছে গত এক বছরে তার কোনো হদিসই মেলেনি। কারা কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তার রহস্যও উদঘাটন করা সম্ভব হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি একাধিকবার কয়েকজন জড়িত এমন সন্দেহের কথা বললেও এখন পর্যন্ত সুস্পষ্ট কারো নাম প্রকাশ করেনি। অন্যদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিলেও বারবার সময় দিয়েও তা প্রকাশ করেননি অর্থমন্ত্রী।
প্রতিনিধির নাম 








