অঘটনের শিকার রিয়াল
প্রকাশিত হয়েছে : ৯:২১:৫২,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৩৩২ বার পঠিত
ছবি: হারের পর মাথা নুইয়ে মাঠ ছাড়ার পথে রোনালদো-বেনজেমা।
লা লিগায় ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে অঘটনের শিকার হল স্প্যানিশ জায়ান্টের প্রথম সারির দল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে তারকাখচিত দল নিয়েও পয়েন্ট টেবিলের তলানির দল ভ্যালেন্সিয়ার কাছে ২-১ পরাজিত হলে জিনেদিন জিদানের ছাত্ররা।
৪-৩-৩ ফরমেটে রণকৌশল সাজায় রিয়াল বস। অপরদিকে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া ৪-৫-১ ফরমেট নিয়ে মাঠে নামে। ম্যাচ শুরুর ৪ মিনিটেই সিমন জাজার গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। মুনিরের অ্যাসিস্ট থেকে রিয়াল গোলরক্ষককে ফাঁকি দেন এই ইতালিয়ান তারকা।
৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফেবিয়ান। রিয়াল রক্ষণভাগ উপড়ে আলতো শটে রিয়াল গোলপোস্ট ভেদ করেন এই চিলি মিডফিল্ডার। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে ভ্যালেন্সিয়ার স্টেডিয়াম। বিপরীতে মাথা নুইয়ে আফসোস করতে থাকেন রোনালদো-বেলরা।
২-০ গোলে পিছিয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। ৪৪ মিনিটে দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর দারুণ গোলে স্কোর লাইন ২-১ করেন রিয়াল। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
বিরতির পর আক্রমণ চালিয়ে কোনো ফল বয়ে আনতে পারেনি রিয়াল। কারণ প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া তাদের রক্ষণভাগ ভালোভাবেই আঁকড়ে রাখে। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে রিয়াল।
এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও বার্সা রিয়ালের একদম ঘাড়ে চলে এসেছে। ২২ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। আর ২৩ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে কাতালানরা।