ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

গিবসকে ছুঁলেন আমলা

স্পোর্টস ডেস্ক,
558
অবশেষে রানে ফিরে হার্শেল গিবসে স্পর্শ করলেন হাশিম আমলা। ওয়ানডে ও টেস্ট মিলে সর্বশেষ ১১ ইনিংসে কোনো ফিফটি ছিল না দক্ষিণ আফ্রিকার এ ব্যাটসম্যানের। ওয়ানডেতে সর্বশেষ পঞ্চাশোর্ধ (১৫৯) রান করেন এ বছর মার্চে আয়ারর‌্যান্ডের বিপক্ষে। আর টেস্টে শেষ ফিফটি ছিল এ বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেপটাউনে। কিন্তু দীর্ঘদিন রান খরায় থাকা আমলা দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে রানে ফিরলেন। তার ১২৪ রানরে দুর্দান্ত ইনিংসে ভর করে সফরকারী নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম ওয়ানডেতে ২০ রানে হারালো দক্ষিণ আফ্রিকা। ৩ ছক্কা ও ১৩ চারে ১২৬ বলে ১২৪ রান করা আমলা এদিন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান হার্শেল গিবসকে স্পর্শ করলেন। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ইতিহাসে এতদিন ২১ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে ছিলেন গিবস। এদিন তার সমান সেঞ্চুরি করলেন আমলাও। তবে গিবসের ১ সেঞ্চুরি করতে ২৪৮ ম্যাচ লাগলেও আমলার লেগেছে মাত্র ১১৬ ম্যাচ। দু’জনের ব্যাটিং গড়ের ব্যবধানটাও অনেক বেশি। আমলা ৫৪.৮৩ ও গিবসের ৩৬.১৩। ২০ সেঞ্চুরি নিয়ে তৃতীয় স্থানে আছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি ১৮৩ ম্যাচে এই সেঞ্চুরি করেছেন। তার ব্যাটিং গড়টাও প্রায় আমলার মতোÑ ৫৪.১৬। বুধবারের জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। বুধবার সেঞ্চুরিয়নে টস হেরে আগে ব্যাটে গিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করে। জবাবে প্রোটিয়া পেস ও স্পিন আক্রমণে কিউইরা ৪৮.১ ওভারে ২৮৪ রানে অলআউট হয়। উদ্বোধনী ব্যাটসনম্যান টম লাথাম ১ ছক্কা ও ৪ চারে ৮০ বলে সর্বোচ্চ ৬০ রান করেন। এছাড়া কেইন উইলিয়ামসন ৬৯ বলে ৪৭ ও জেমস নিশাম ৪১ বলে ৪১ রান করেন।
এর আগে হামিশ আমলা ও রাইলি রুসোর ব্যাটে কোণঠাসা হয়ে পড়ে নিউজল্যান্ড। দলীয় ৪৬ রানের মাথায় ব্যক্তিগত ১৬ রানের ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান মরনে ভ্যান উইক। কিন্তু দ্বিতয়ি উইকেটে ৩৩.১ ওভারে ১৮৫ রান যোগ করেন আমলা ও রুসো। দলীয় ২৩১ রানের মাথায় রুসো ফেরেন ব্যক্তিগত ১১২ বলে ৮৯ রানে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

গিবসকে ছুঁলেন আমলা

আপডেট সময় : ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫

স্পোর্টস ডেস্ক,
558
অবশেষে রানে ফিরে হার্শেল গিবসে স্পর্শ করলেন হাশিম আমলা। ওয়ানডে ও টেস্ট মিলে সর্বশেষ ১১ ইনিংসে কোনো ফিফটি ছিল না দক্ষিণ আফ্রিকার এ ব্যাটসম্যানের। ওয়ানডেতে সর্বশেষ পঞ্চাশোর্ধ (১৫৯) রান করেন এ বছর মার্চে আয়ারর‌্যান্ডের বিপক্ষে। আর টেস্টে শেষ ফিফটি ছিল এ বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেপটাউনে। কিন্তু দীর্ঘদিন রান খরায় থাকা আমলা দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে রানে ফিরলেন। তার ১২৪ রানরে দুর্দান্ত ইনিংসে ভর করে সফরকারী নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম ওয়ানডেতে ২০ রানে হারালো দক্ষিণ আফ্রিকা। ৩ ছক্কা ও ১৩ চারে ১২৬ বলে ১২৪ রান করা আমলা এদিন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান হার্শেল গিবসকে স্পর্শ করলেন। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ইতিহাসে এতদিন ২১ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে ছিলেন গিবস। এদিন তার সমান সেঞ্চুরি করলেন আমলাও। তবে গিবসের ১ সেঞ্চুরি করতে ২৪৮ ম্যাচ লাগলেও আমলার লেগেছে মাত্র ১১৬ ম্যাচ। দু’জনের ব্যাটিং গড়ের ব্যবধানটাও অনেক বেশি। আমলা ৫৪.৮৩ ও গিবসের ৩৬.১৩। ২০ সেঞ্চুরি নিয়ে তৃতীয় স্থানে আছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি ১৮৩ ম্যাচে এই সেঞ্চুরি করেছেন। তার ব্যাটিং গড়টাও প্রায় আমলার মতোÑ ৫৪.১৬। বুধবারের জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। বুধবার সেঞ্চুরিয়নে টস হেরে আগে ব্যাটে গিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করে। জবাবে প্রোটিয়া পেস ও স্পিন আক্রমণে কিউইরা ৪৮.১ ওভারে ২৮৪ রানে অলআউট হয়। উদ্বোধনী ব্যাটসনম্যান টম লাথাম ১ ছক্কা ও ৪ চারে ৮০ বলে সর্বোচ্চ ৬০ রান করেন। এছাড়া কেইন উইলিয়ামসন ৬৯ বলে ৪৭ ও জেমস নিশাম ৪১ বলে ৪১ রান করেন।
এর আগে হামিশ আমলা ও রাইলি রুসোর ব্যাটে কোণঠাসা হয়ে পড়ে নিউজল্যান্ড। দলীয় ৪৬ রানের মাথায় ব্যক্তিগত ১৬ রানের ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান মরনে ভ্যান উইক। কিন্তু দ্বিতয়ি উইকেটে ৩৩.১ ওভারে ১৮৫ রান যোগ করেন আমলা ও রুসো। দলীয় ২৩১ রানের মাথায় রুসো ফেরেন ব্যক্তিগত ১১২ বলে ৮৯ রানে।