১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সিলেট সদরের নতুন নেতৃত্বে টিটো-রাজীব


আপডেট: ২:০৪:৩৬, ১১ ডিসেম্বর ২০২৪, বুধ বার
সিলেট সদরের নতুন নেতৃত্বে টিটো-রাজীব

 

 

প্রবাসের ঐতিহ্যবাহী সংগঠন সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচনে নতুন কমিটি গঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর. সি. টিটো সভাপতি এবং রাজীব খাঁন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ই ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে কোন প্রতিদ্বন্ধি না থাকায় এই কমিটি গঠিত হয়। সংগঠনের ১৯টি পদের সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন‍্যান‍্য উল্লেখযোগ্য পদের মধ্যে সহ সম্পাদক মেরাজ ফাহমী, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ (আবদার) নির্বাচিত হয়েছেন।

জানা যায়, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এম.সি. কামাল, নির্বাচন কমিশনার ইয়ামিন রশীদ, নির্বাচন কমিশনার দুলাল মিয়ার (এনাম) সমন্বয়ে গঠিত কমিশন নির্বাচন পরিচালনা করেন।

এক বিবৃতিতে নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন‍্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং টিটো-রাজীবের নেতৃত্বে সিলেট সদর থানা এসোসিয়েশন আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের জন্য ৩ সদস্যর নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশন ১লা জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করে তফসিল ঘোষনা করে। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৫ নভেম্বর সোমবার জ্যামাইকার হিলসাইডে অবস্থিত মতিন রেস্টুরেন্ট থেকে সংগঠনের ১৯টি পদের জন্য মনোনয়ন পত্র ও ভোটার তালিকা সংগ্রহ, ৮ ডিসেম্বর রবিবার বিকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্ত প্রার্থীতা ঘোষনা, ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার ও ১লা জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হয়। প্রত্যাহারের প্রক্রিয়া শেষে কোন প্রতিদ্বন্ধি না থাকায় সিলেট সদরের নতুন নেতৃত্বের দায়িত্ব পান আর. সি. টিটো এবং রাজীব খাঁন।

ধন্যবাদান্তে-
নির্বাচন কমিশন
সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা।
Tito-Rajiv is the new leader of Sylhet Sadar.jpg

দেখতে গিয়ে বিয়ে করলেন আফ্রিদি!


আপডেট: ৫:৪২:২৯, ১৬ নভেম্বর ২০২৪, শনি বার
দেখতে গিয়ে বিয়ে করলেন আফ্রিদি!

 

বিনোদন ডেস্ক
তৌহিদ আফ্রিদির নিয়ে বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা চলছিল ঠিক তখন আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কনটেন্ট ক্রিয়েটর.

সংবাদমাধ্যমকে তিনি বলেন, অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে দেখা গেছে গোপনে বিয়ে করেছি। বিষয়টি তা নয়। বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন। শুধুই কাবিন হয়েছে। মূল অনুষ্ঠান তো পরে করা হবে। আর আমি তো দেখতে গিয়ে বিয়ে করেছি।

সামাজিকমাধ্যমে বুধবার (১৩ নভেম্বর) বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি-রাইসা।

অনেকদিন ধরেই রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি নেই।

তরুণ প্রজন্মের এ কনটেন্ট ক্রিয়েটর জানান, তার স্ত্রীর বোন টিকটক করেন। দু’জনই দেখতে অনেকটা একইরকম। এ জন্য অনেকে বিভ্রান্ত হয়ে তার স্ত্রী রাইসাকে টিকটকার মনে করছেন।

বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। পারিবারিক আয়োজনেই হয়েছে তা। আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে


আপডেট: ৫:৩৭:০৪, ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গল বার
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

 

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ করে লন্ডন নিয়ে যাওয়া হবে। এরপর সেখানে থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। ইতোমধ্যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কাজ শুরু হয়েছে।

২৯ অক্টোবর, মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এসব কথা জানান।

চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে আমরা যাতে অতি দ্রুত উনাকে বিদেশে মাল্টি ডিসিপ্ল্যানারি হাসপাতালে নিয়ে যেতে পারি সেই আমরা প্রক্রিয়া শুরু করেছি। তার অংশ হিসেবে আমরা ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ ভাড়া করার জন্য কাজ শুরু করেছি, যোগাযোগ চলছে। প্রথমে ম্যাডামকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানে স্টেওভারের পরে মাল্টি ডিসেপ্ল্যানারি মেডিকেল সেন্টার যে দেশে আছে সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা আশা করছি, সব কাজগুলো সম্পন্ন করেই অতি দ্রুতই ম্যাডাম বিদেশে যেতে পারব।’

এখন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। ম্যাডাম গুলশানের বাসায় আগের মতোই মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে আছেন। বলতে পারেন উনার অবস্থা স্থিতিশীল।’

ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ইতোমধ্যে তার বিদেশে চিকিৎসার জন্য যাবেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েও তার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। কারণ, ম্যাডামের সাথে চিকিৎসক-নার্সসহ আত্মীয়-স্বজন কারা যাবেন, তা জানানো হয়েছে।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপারেন্ট করতে হবে। এটি যুক্তরাষ্ট্রে মাত্র দুই-একটি সেন্টার রয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস,কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময় আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার বিপ্লবের পরে সর্বশেষ ২১ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক মাস চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। চিকিৎসকরা জানান, খালেদা জিয়াকে এমন এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হবে। সেখানে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকতে হবে।

৩নং দেওয়ান বাজার ইউনিয়নে যুবদলের প্রতিষ্টা বার্ষিকী কেক কেটে পালন করা হয়।


আপডেট: ১০:২০:১৫, ২৭ অক্টোবর ২০২৪, রবি বার
৩নং দেওয়ান বাজার ইউনিয়নে যুবদলের প্রতিষ্টা বার্ষিকী কেক কেটে পালন করা হয়।

 

২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সন্ধ্যা ৮ ঘটিকার সময় স্থানীয় মোরার বাজারে দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সুরুজ আলী মেম্বার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, সেচ্ছাসেবকদলে যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য মহিউদ্দিন তালুকদার মিলন, বি এনপি নেতা শরফ উদ্দিন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সালেহ আহমদ, লতিফুল হক শিমুল, রিয়াজ আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু, স্কুল বিষয়ক সম্পাদক আহাদ আহমদ, ইউনুস হাসান, জাহিদ আহমদ, শ্রমিক দল নেতা আবদাল মিয়া, ছাত্রদল নেতা শাহরিয়ার আহমদ, জুয়েল আহমদ, শাহ আজিজ, কাইয়ুম আহমদ
সহ যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছরকে শোকজ


আপডেট: ১০:১০:০০, ২৭ অক্টোবর ২০২৪, রবি বার
যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছরকে শোকজ

 

স্টাফ রিপোর্টার

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। রোববার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজের চিঠি পাঠানো হয়। শোকজের চিঠি পাওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন কয়ছর আহমেদ। তিনি বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, গত ২০শে অক্টোবর দেশে ফেরেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। পরদিন তার নিজ এলাকা সুনামগঞ্জে মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়।
এর আগে গত ৮ই সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশ দেয়া হয়েছে।

কেমন আছেন ওয়ান ইলেভেনের মঈনুদ্দীন ফখরুদ্দীনের সরকারের বিরুদ্ধে রুখে দাড়ানো লন্ডনের শামসুদ্দিন আহমদ?


আপডেট: ৫:৩৫:৫৫, ২৭ অক্টোবর ২০২৪, রবি বার
কেমন আছেন ওয়ান ইলেভেনের মঈনুদ্দীন ফখরুদ্দীনের সরকারের বিরুদ্ধে রুখে দাড়ানো লন্ডনের  শামসুদ্দিন আহমদ?

 

 

রেজা আহমদ ফয়সল চৌধুরী
বৃটেনের বাঙালি কমিউনিটির পরিচিত ব‍্যক্তিত্ব- রাজনীতিবিদ কমিউনিটি এক্টিভিস্ট শামসুদ্দিন ভাইর সাথে কথা বললে দুটি লাভ এক- বৃটেনের রাজনীতি- দুই বাংলাদেশের রাজনীতি- দুদেশ নিয়েই তার পান্ডিত‍্য রয়েছে। ইংরেজী বলেন ভালো, পশ ইংলীশ যাকে বলে। বাংলাদেশে যখন ওয়ান ইলেভেন ঘটেছিল তিনি তখন আমার চ‍্যানেল আই ইউরোপের লাইভ প্রগ্রাম ষ্ট্রেইট ডায়লগে কথা বলতেন। আমাকে বলেছিলেন মঈনুদ্দীন ফখরুদ্দীনরা ইন্ডিয়ার এজেন্ট। লাল ঘোড়া নিয়ে এসেছে। শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। ইন্ডিয়ার পারপাস সার্ভ করবে! হয়েছিল তাই। গত 16 বছরে যা ঘটেছে বাংলাদেশে বেশীরভাগ সিদ্ধান্ত আসতো ইন্ডিয়া থেকে।
স্বামী স্ত্রীর সম্পর্ক যেদিন বলেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আমি অবাক হয়েছিলাম! একজন পররাষ্ট্রমন্ত্রী বলেন কি? পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম আপনি এসব কি বলেন? বলেছিলেন যা দেখেছি তাই বলেছি! আপনার কোনো সমস্যা? বলেছিলাম না আমার সমস্যা নেই কিন্তু দেশের তো সমস্যা হতে পারে! বলেছিলেন সাংবাদিকদের সমস‍্যা রয়েছে। সব জানতে চায়। সব জানা ঠিক নয়। পরবর্তীতে শামসুদ্দিন ভাইকে বলেছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী এই এই বলেছেন। শামসুদ্দিন ভাই হাসতে হাসতে যা বলেছিলেন তা যদি এখানে লিখি তাহলে অনেকেই আমাকে দৌড়াবে।
সে যাক ওয়ান ইলেভেনের সময় শামসুদ্দিন ভাইর ভুমিকাকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু আমি গুরুত্ব দেই। ওয়ান ইলেভেনের সময় বজ্রকন্টে কথা বলতেন, তার রাজনৈতিক বিশ্লেষন, কথা বার্তা অনেক জাতীয় নেতার থেকেও উচুমানের। কথা বললে বুঝা যায় রাজনীতির প্রতি তার অভিমান রয়েছে। স্বাধীনচেতা রাজনীতিবিদ হিসেবে শামসুদ্দিন ভাই মাঝে মধ্যে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মিটিং মিছিল হলে কেউ দাওয়াত দিলে আসেন। কিছু সময় বাংলায় বক্তব্যে দিয়েই ইংরেজিতে বক্তব্যে দেওয়া শুরু করে দেন। আমি একদিন বলেছিলাম বড় ভাই আপনার ইংরেজিতে বক্তব্যে দেওয়াটাই আপনার জন‍্য কাল হয়ে দাড়িয়েছে। কারন বৃটেনে বাংলাদেশী রাজনীতি যারা করেন তাদের মধ‍্য বেশীরভাগই বক্তব্যে রাখতে পারেননা। তারা বাংলা ভাষায় ভালোভাবে বক্তব্যে রাখতে পারেনা, ইংরেজি তো আকাশ কুসুম কল্পনা। আমি মনে করি শামসুদ্দিন ভাইর পাওয়ার কিছুই নেই সম্মান ছাড়া।
এক এগারর সরকার আসার পর দেশে বিদেশে
যখন নিরবতা বিরাজমান ছিল । সরকারের বিরূদ্ধে টুশব্দ করার জন্য কেউ ছিলনা রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের বুদ্ধিজীবীগণ নিরব ছিলেন ঐ সময়
লন্ডনের বাংলা টিভি চেনেলের লাইভ টকশোতে
যিনি 1/11 সরকারের বিরূদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি ছিলেন জনাব শামছুদ্দীন
আহমেদ ।
সরকারের হাত ধরে ভারতের আজ্ঞবহ যে সরকার আসবে সে সম্পর্কে তিনি ভবিষ্যত
বানী উচ্চারন করে দেশ ও জাতিকে সতর্ক
করেন ।
বাংলাদেশ ভারতের উপনিবেশে পরিনত হওয়ার অগ্রীম বার্তা তার মুখে বারবার উচ্চারিত হয় ।
বাংলাদেশ ফেসিজমের স্বীকার হওয়ার কথা
তিনি শুনিয়েছিলেন । তার সেই সতর্ক বানি
অক্ষরে অক্ষরে এগার পরবর্তী ১৭ বছরে
প্রতিফলিত হয়েছে ।
সে যাক ইদানিং পাঁচ আগষ্টের মহা নায়ক হওয়ার লক্ষ্যে তুমুল
প্রতিযোগিতা চলছে । এই প্রতিযোগিতায় কেউ পিছে নেই । নিজের নাম ফাটানোর উদ্যেশে যা যা করার প্রয়োজন সে লক্ষ্যে অগ্রণী ভূমিকায়
কোন সৈথল্য থাকার প্রশ্নই আসেনা । কিন্তু নৈতিকতা বলতে একটা কথা আছে।ঝোপ বুঝে কোপ দেওয়া সহজ। কিন্তু সত্যকে লুকান
সম্ভব নয় । সত্য আপন গতিতে আত্ন প্রকাশ
করবেই । সস্তা জনপ্রিয়তা ধোপে টিকেনা। এটাই ঐতিহাসিক সত্য ।
এক এগারর পর যখন দেশে বিদেশে বিশাল নিরবতা ও শুন্যতা বিরাজ করছিল তখন
একটি মাত্র আওয়াজ লন্ডন থেকে উঠে ছিল।
সেই আওয়াজের নায়ক ছিলেন শামসুদ্দীন
আহমেদ । ভারতীয় হেজিমনি ও ফেসিজমের
যিনি প্রতিবাদির ভূমিকায় ছিলেন তিনি
হচ্ছেন শামছুদ্দীন আহমেদ ।এই গৌরবোজ্জল
ইতিহাসকে অস্বীকার করা হবে ধৃষ্টতার চরম
দৃষ্টান্ত। কারো অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। সেটি 1/11 হোক অথবা পাচ অগাস্ট হোক।
লেখক সভাপতি ইউকে বাংলা প্রেস ক্লাব
ব‍্যবস্হাপনা পরিচালক চ‍্যানেল ইউরোপ।
www.channeleurope.tv

নয়াদিল্লির লুটেনস বাংলো জোনে আছেন শেখ হাসিনা : দ্য প্রিন্ট


আপডেট: ৪:০০:২৩, ২৫ অক্টোবর ২০২৪, শুক্র বার
নয়াদিল্লির লুটেনস বাংলো জোনে আছেন শেখ হাসিনা : দ্য প্রিন্ট

 

বাংলাস্টেটমেন্ট ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লির লুটেনস বাংলো জোনের একটি বাংলাতে অবস্থান করছেন বলে নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে দ্য প্রিন্ট।

২৪ অক্টোবর, বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের ওই প্রতিবেদনে বলা হয়, হাসিনার থাকার জন্য এই সেফ হাউসের ব্যবস্থা করেছে ভারত সরকার। কড়া নিরাপত্তার মাঝেই সেখানে অবস্থান করছেন তিনি। মাঝে মাঝে তিনি লোধি গার্ডেনে হাঁটাহাঁটি করেন।

লুটেনস একটি উচ্চ নিরাপত্তা সমৃদ্ধ এলাকা। সেখানে দেশটির অনেক প্রাক্তন ও বর্তমান পার্লামেন্ট সদস্য থাকেন। মন্ত্রী, সিনিয়র পার্লামেন্ট সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের জন্য যে আকারের বাংলো বরাদ্দ করা হয়, হাসিনাকেও তেমনই একটি পূর্ণ আকারের বাংলো দেওয়া হয়েছে।

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজে ভারতের হিন্দন বিমান ঘাঁটিতে গিয়ে নামেন তিনি।

দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দন বিমান ঘাঁটি থেকে দুদিনের মধ্যে চলে যান হাসিনা এবং পরবর্তীতে তাকে কড়া নিরাপত্তায় রাখা হয় লুটেনস বাংলো জোনের একটি বাংলোতে। হিন্দনে নামার পর তার সঙ্গে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা।

এক সূত্র জানিয়েছে, ‘তিনি বেশিক্ষণ এয়ারবেসে থাকতে পারতেন না। সেখানে ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। তাই কয়েক দিনের মধ্যেই তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং তারপরে তাকে দিল্লির লুটেনস এলাকায় একটি বাংলোতে রাখার ব্যবস্থা করা হয়।’

অপর একটি সূত্র দ্য প্রিন্টকে জানিয়েছে, হাসিনার নিরাপত্তার জন্য যথাযথ প্রটোকল রয়েছে এবং তিনি লোধি গার্ডেনে মাঝে মাঝে হাঁটাহাঁটি করেন।

হাসিনা দেশ ছেড়ে পালানোর সময় উড়োজাহাজে ছিলেন তার বোন শেখ রেহানাও। ভারতের ওই বাংলোতে তিনিও থাকছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে, হাসিনার নিরাপত্তার কথা বিবেচনায় ওই বাংলোর বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পত্রিকাটি। ভারত সরকারের মন্তব্য জানার চেষ্টা করলেও প্রতিবেদনটি প্রকাশ করার আগ পর্যন্ত তারা তা পায়নি।

কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগে সময় বেঁধে দিলেন তার দলের এমপিরা


আপডেট: ৪:১৩:৩৭, ২৪ অক্টোবর ২০২৪, বৃহঃ বার
কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগে সময় বেঁধে দিলেন তার দলের এমপিরা

 

 

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবরের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছেন তার দল লিবারেল পার্টি অব কানাডার এমপিরা।

স্থানীয় সময় বুধবার (২৩ অক্টোবর) কানাডার পার্লামেন্টে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রুডোর দলের এমপিরা। সেখানে তারা ট্রুডোর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। খবর দ্যা গার্ডিয়ানের।

বৈঠকে ট্রুডোর পদত্যাগের বিষয়ে একটি রূপরেখা দেওয়া হয়। তবে এ সময়ের মধ্যে ট্রুডো পদত্যাগ না করলে কী পরিণতি হবে তা উল্লেখ করা হয়নি।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিবারেল পার্টির ২৪ এমপি ট্রুডোর পদত্যাগ দাবি করে চিঠি লেখেন। সেখানে তারা আল্টিমেটাম দেন- আগামী ২৮ অক্টোবরের মধ্যে ট্রুডোকে পদত্যাগ করতে হবে।

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে টানা ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন ট্রুডো। এই সময়ে ক্রমেই তিনি জনপ্রিয়তা হারিয়েছেন। এ অবস্থায় তার নিজ দল থেকে পদত্যাগের আহ্বান উঠছে। আগামী বছরের অক্টোবরে কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গ্যাটকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াসহ ৩ জনকে অব্যাহতি


আপডেট: ৪:১১:৪৬, ২৪ অক্টোবর ২০২৪, বৃহঃ বার
গ্যাটকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াসহ ৩ জনকে অব্যাহতি

 

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

২৪ অক্টোবর, বৃহস্পতিবার ঢাকার বিশেষ আদালত-৩ এর বিচারক আবু তাহেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

অপর অব্যাহতি প্রাপ্তরা হলেন, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তবে এ মামলায় অপর ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় গ্যাটকো কেলেঙ্কারির এই মামলা করেন। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেন। মামলার ২৪ আসামির মধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ৯ জন মৃত্যুবরণ করায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই মামলায় খালেদা জিয়াসহ যারা জামিনে আছেন তারা হলেন সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এয়ার কমোডর জুলফিকার আলী, প্রয়াত মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের স্ত্রী জাহানারা আকবর, ছেলে ইসমাইল হোসেন সায়মন, গ্লোবাল অ্যাগ্রো ট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব, সৈয়দ তানভীর আহমেদ, সৈয়দ গালিব আহমেদ, এ কে এম মুসা কাজল ও এহসান ইউসুফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদত হোসেন, বন্দরের সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন এবং বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবীর।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ


আপডেট: ৪:০৯:২৬, ২৪ অক্টোবর ২০২৪, বৃহঃ বার
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ

 

 

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ বছর নির্ধারণের অনুমোদন দেওয়া হয়েছে।

২৪ অক্টোবর, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ১৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এ বিষয়ে গঠিত কমিটি।

কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, চাকরিতে পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ করার সুপারিশ করা হয়েছে।

ট্যাম্পকে ‘ফ্যাসিবাদী’ মনে করেন কমলা


আপডেট: ৪:০৭:৪৪, ২৪ অক্টোবর ২০২৪, বৃহঃ বার
ট্যাম্পকে ‘ফ্যাসিবাদী’ মনে করেন কমলা

 

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার প্রতিপক্ষ রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বলে মন্তব্য করেছেন। সেইসঙ্গে তিনি ট্রাম্পকে আমেরিকার জন্য বিপজ্জনক বলেও উল্লেখ করেছেন।

সম্প্রতি সিএনএন আয়োজিত এক অনুষ্ঠানে সঞ্চালক প্রশ্ন করেন, কমলা হ্যারিস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ফ্যাসিবাদী বলে মনে করেন কি না? জবাবে কমলা বলেন, ‘হ্যাঁ, আমি তা মনে করি। একই সঙ্গে ট্রাম্প আমেরিকার জন্য বিপজ্জনক।’

এছাড়া, ডোনাল্ড ট্রাম্প যাদের শ্রদ্ধা করেন তাদের মধ্যে জার্মানির কুখ্যাত অ্যাডল্‌ফ হিটলারও আছেন বলে এক রিপোর্ট প্রকাশের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়।

কমলা হ্যারিস তার বক্তব্যে ট্রাম্পের সময়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভাইস প্রেসিডেন্টসহ প্রশাসনের অনেক প্রাক্তন কর্মকর্তাদের উদ্ধৃত করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘তারা স্পষ্টভাবে বলেছে যে তিনি (ট্রাম্প) যুক্তরাষ্ট্রের সংবিধানের অবমাননা করেছেন। তারা বলেছে তিনি আর যেন কখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে না পারেন। আমি বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কল্যাণ ও নিরাপত্তার জন্য বিপজ্জনক।’

কমলা তার বক্তব্যে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন, যেখানে ট্রাম্পের নিয়োগ দেওয়া চিফ অব স্টাফ জন কেলি বলেছেন, জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের প্রকাশ্যে প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পকে উদ্ধৃত করে কেলি বলেছিলেন, হিটলারও কিছু ভাল কাজ করেছিলেন বলে মনে করেন ট্রাম্প। অ্যাডল্‌ফ হিটলারের মতো জেনারেল চেয়েছিলেন তিনি।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ‘কেলি একটি গল্প তৈরি করেছে।’ সূত্র: দ্য ডেইলি স্টার

ইরানের হামলা, ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ


আপডেট: ৩:২৪:০৫, ২১ অক্টোবর ২০২৪, সোম বার
ইরানের হামলা, ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ

 

আন্তর্জাতিক ডেস্ক
দখলদার ইসরায়েলে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা তীব্র থেকে তীব্র হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে সাইরেন বাজছে। শহরটির ৪০ লাখ বাসিন্দাকে নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে যাওয়া বা যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, তেলআবিবের বাসিন্দাদের ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা মেনে চলার জন্য বলা হয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস মঙ্গলবার জানিয়েছে, দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাবে ইরান। আর আজকের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়া হতে পারে বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। তিনি জানান আগামী ‘কয়েক ঘণ্টার মধ্যেই’ হামলা শুরু হতে পারে।

মার্কিন এ সংবাদমাধ্যমটিকে দখলদার ইসরায়েলের তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইরান তাদের তিনটি বিমান ঘাঁটি এবং তেল আবিবের উত্তরাঞ্চলে অবস্থিত একটি গোয়েন্দা হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালাবে। ইতিমধ্যেই এই হেডকোয়ার্টারটি খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান

“ দক্ষিন সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত “


আপডেট: ৩:৪৭:১৪, ০২ অক্টোবর ২০২৪, বুধ বার
“ দক্ষিন সুরমা সমাজ কল্যাণ সমিতি  ইউকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত “

 

 

দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের ( DSS ) উদ্যোগে সংগঠনের আহ্বায়ক জনাব আকিকুর রহমান আকিকের সভাপতিত্বে ও সদস্য সচিব জনাব ফেরদৌস আহমদ শেরদিলের পরিচালনায় পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল সেন্টারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন সর্বজনাব -যুগ্ন আহ্বায়ক মহিউদ্দিন আলমগীর ,মোহাম্মদ মুজিব হোসেন ,শাহ আলম শাহিন চৌধুরী ,মকসুদ আহমদ ,কয়েছ চৌধুরী ,পারভেজ আহমদ ,আক্তার হোসেন ,
শাহ ইমরান হোসেন ,আজিজুর রহমান টিপু ,রানা মিয়া ,নজরুল ইসলাম ,আব্দুস শহিদ , মোহাম্মদ নজরুল ইসলাম,হুমায়ুন কবির ,মোহাম্মদ আনছার মিয়া ,রফিক মিয়া , সুরত মিয়া ফারুক ,রুহুল আমিন লুলু ,পুতুল আহমদ,সিরাজুল হক এনাম,আলী আকবর প্রমুখ।
সভায় বক্তারা , দক্ষিন সুরমার উন্নয়নে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।
আগামী ১৪ই অক্টোবর সংগঠনকে আরো বেগবান ও গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মায়েদের চোখের সামনেই মারা যাচ্ছে অনাহারী শিশুরা


আপডেট: ৫:১১:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গল বার
মায়েদের চোখের সামনেই মারা যাচ্ছে অনাহারী শিশুরা

 

আমার জন্য এ যেন এক কিয়ামত। আমার খুব কষ্ট হচ্ছে। আমার শিশুসন্তানদের চোখের সামনে মারা যেতে দেখেছি। আমি কোন অবস্থার মধ্য দিয়ে গেছি, তা কি আপনি কল্পনা করতে পারেন?’ কথাগুলো বলছিলেন আফগানিস্তানের আমিনা নামের এক নারী।

আমিনা এরই মধ্যে তাঁর ছয় শিশুসন্তানকে হারিয়েছেন। তাদের সবার বয়স তিন বছরের কম ছিল। আরেক কন্যাসন্তান বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। সাত মাস বয়সী ওই শিশুর নাম বিবি হাজেরা। এই বয়সেও তাকে দেখে নবজাতক মনে হয়। তীব্র অপুষ্টিতে ভোগা শিশুটি পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদ আঞ্চলিক হাসপাতালে ভর্তি।

নিজের সন্তানদের এই দুর্দশার কারণে চরম ক্ষোভ র

য়েছে আমিনার মনে। প্রায় চিৎকার করতে করতে তিনি বলছিলেন, ‘দারিদ্র্যের কারণে আমার শিশুসন্তানেরা মারা যাচ্ছে। তাদের আমি শুকনো রুটি আর সূর্যের তাপে গরম করা পানি ছাড়া কিছু খাওয়াতে পারি না।’

আফগানিস্তানে ৩২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। বিবি হাজেরা তাদেরই একজন। দেশটিতে ৪০ বছর ধরে চলা যুদ্ধ ও দারিদ্র্যের কারণেই দেখা দিয়েছে অপুষ্টির এই সমস্যা। বর্তমানে সমস্যাটি নজিরবিহীন অবস্থায় পৌঁছেছে। জালালাবাদ আঞ্চলিক হাসপাতালের একটি কক্ষ থেকে এই বিপর্যয় সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়।

হাসপাতালের ওই কক্ষে সাতটি শয্যায় ১৮টি শিশু রয়েছে। এমন নয় যে বিশেষ কোনো সময়ে সেখানে রোগীর সংখ্যা বাড়ে। বরং হাসপাতালটিতে দিনের পর দিন এই অবস্থাই চলছে। কক্ষটিতে কোনো কান্নাকাটি বা কোলাহল নেই। শোনা যায় কেবল শিশুদের হৃৎস্পন্দন মাপার যন্ত্রের ‘টিক টিক’ শব্দ। নীরবতার কারণ এই নয় যে শিশুরা ঘুমাচ্ছে বা অক্সিজেন মাস্ক পরে আছে। অধিকাংশ শিশুই জাগ্রত। তবে নড়াচড়া বা শব্দ করার মতো শক্তি তাদের শরীরে নেই।

দুঃসময়ের কান্ডারি খোরশেদ আলমকে নিয়ে স্বপ্ন বুনছেন নির্যাতিত বিএনপি নেতাকর্মীরা


আপডেট: ৮:১৬:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্র বার
দুঃসময়ের কান্ডারি খোরশেদ আলমকে নিয়ে স্বপ্ন বুনছেন নির্যাতিত বিএনপি নেতাকর্মীরা

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি ঃ ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে উজ্জীবিত অবস্থায় রয়েছে বিএনপি। মাত্র এক মাস সময়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত হয়েছেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে; একের পর এক মামলা থেকে খালাস পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টি হচ্ছে; নেতাকর্মীরাও রাজনৈতিক মামলা থেকে নিষ্কৃতি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসছেন। সব মিলিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে একটি চাঙ্গাভাব বিরাজ করছে।
বিরাজনীতিকরণের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর  খোরশেদ আলম।
 দেশের রাজনীতির ক্রান্তিলগ্নে ও দুঃসময়ে সাভারের বিএনপির হাল ধরে মাঠে ছিলেন সক্রিয়। দলের বিভিন্ন দিবস, সভা-সমাবেশও করেছেন নেতাকর্মীদের নিয়ে। এবার এই নেতাকে নিয়ে স্বপ্ন বুনছেন নির্যাতিত নেতাকর্মীরা।
দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত ১৬ বছর দলের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন। এসবের মধ্যে পাশে থেকে  খোরশেদ আলম  দিয়েছেন সাহস। কারাবন্দী নেতাকর্মী ও তাদের পরিবারের দায়িত্বসহ দলের নেতাকর্মীদের কারামুক্তির ব্যবস্থাও করেছেন তিনি।
দেশের রাজনীতির ক্রান্তিলগ্নে ও দুঃসময়ে সাভারের বিএনপির হাল ধরে মাঠে ছিলেন সক্রিয়। দলের বিভিন্ন দিবস, সভা-সমাবেশও করেছেন নেতাকর্মীদের নিয়ে। এবার এই নেতাকে নিয়ে স্বপ্ন বুনছেন নির্যাতিত নেতাকর্মীরা। তাদের আশা দল থাকে নিরাশ করবে না দুঃসময়ের এই নেতাকে। আগামীতে সাভার পৌর মেয়র  হিসেবেও দেখতে চান তারা
নেতা কর্মীদের অভিযোগ—বিগত ১৬ বছর ধরে এলাকা থেকে বিচ্ছিন্ন ছিলেন অনেক নেতা। অনেকে আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ করে ব্যবসা-বানিজ্যে নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। বিএনপির পরিচয় পর্যন্ত দেননি। ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা মিথ্যা মামলা নিয়ে আদালত পাড়ায় ঘুরেছেন, খবর পর্যন্ত নেননি কেউ।
নেতাকর্মীদের এমন আশা এবং অতীত-বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ সার্বিক বিষয় নিয়ে আজ  গণমাধ্যমকে সাথে একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় তুলে ধরেন সাভারের  বিএনপি নেতা খোরশেদ আলম।
বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, ২০০৬ সালে বিএনপি সরকারের নির্দিষ্ট মেয়াদ শেষ হলে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এরই মধ্যে অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত হয়। শেষে ২০০৮ সালে প্রহসনের নির্বাচনে দেশের বৃহত্তম গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জোর করে নির্বাচনে হেরে দেওয়া হয়।
তিনি বলেন, অপশক্তির কাছে হেরে যায় গণতন্ত্র, এরপর থেকে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া ও তাঁর পরিবারের উপর চালানো হয় জেল জুলুম নির্যাতন। গণতন্ত্রের সূর্যসন্তান তারেক রহমান কে পাঠানো হয় নির্বাসনে
তিনি আরো বলেন, গণতন্ত্রের মা খালেদা জিয়াকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে করা হয় কারাবন্দি। স্বৈরাচারী শেখ হাসিনার সরকার তিলে-তিলে শেষ করতে চেয়ে ছিল জিয়া পরিবারকে। কিন্তু জনগণ ও সৃষ্টিকর্তার রহমতে এবং জিয়ার সৈনিকদের অবিচল আস্থার কারণে আজ দেশ মুক্ত, দেশের গণতন্ত্র মুক্ত।
বিগত ১৬ বছরে দেশে কোন সুষ্ট নির্বাচন হয়নি বলে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, দিনের ভোট হতো রাতে, হাজার হাজার বিএনপির নেতাকর্মী হত্যা গুম করা হয়েছে। বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে কারগারে মেরে ফেলতে চেয়েছে।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ও কনিষ্ট পুত্র আরাফাত রহমান খুকুকে ক্ষমতাসীন মঈন উদ্দিন-ফকরুদ্দীনের নির্মম নির্যাতনের পর চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়। সেখানে আরাফাত রহমান খুকু শহীদ হন। খুকুর লাশ যখন দেশে আনা হল তখন স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায়। অথচ ভাইয়ের জানাজায়ও অংশ নিতে দেননি তারেক রহমানকে। এর চেয়ে নির্মম আর কি হতে পারে।
তিনি আরও বলেন, তারেক রহমান আর খালেদা জিয়া মা-ছেলের দেখা হয়নি ১৬ বছর ধরে। বিরোধীদল গুলোর উপর নির্যাতন চালিয়ে কন্ঠরোধ করা হয়েছে। প্রতিবাদ করলে রাজাকারের ট্যাক লাগানো হয়েছে, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। সর্বশেষ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সহস্রাধিক ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এরপর গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাশাসক শেখ হাসিনা।
 বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, দীর্ঘদিন ধরে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করেছি। আমার কাছে পদের চেয়ে দল বড়। বিএনপি আমার পরিবার, রাষ্ট্র নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দেশ মাতা খালেদা জিয়াকে দেশের সর্ব্বোচ্চ সম্মানে যতদিন নিতে পারব না, ততদিন আমি রাজপথ ছাড়ব না।

আশুলিয়ায় আজও ২১৯ কারখানা বন্ধ


আপডেট: ৮:০১:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্র বার
আশুলিয়ায় আজও ২১৯ কারখানা বন্ধ

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধিঃ ঢাকার সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলে আজ বৃহস্পতিবার ২১৯টি তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধ, টিফিন বিল বৃদ্ধি, বেতনসহ, সমানুপাতিকহারে পুরুষ শ্রমিক নিয়োগসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
এসব কারখানার মধ্যে ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ রয়েছে ৮৬টি কারখানা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য জানান আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
আশুলিয়ায় আজ সকালে কারখানার কাজে যোগ দেন শ্রমিকেরা। তবে কিছু কারখানায় শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে বসে থাকেন। তখন কারখানাগুলোয় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা।
পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘গতকাল থেকে আমরা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান ও কাজ করতে মাইকিং করেছি। এই পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায়, সে বিষয়ে সব পক্ষের সঙ্গে কথা হচ্ছে। দাবিদাওয়া নিয়ে যেসব বিরোধ রয়েছে, তা কীভাবে নিস্পত্তি করা যায়, তা নিয়েও কথা হচ্ছে। কলকারখানা অধিদপ্তরের যাঁরা মাঠপর্যায়ে কাজ করেন, তাঁদের সঙ্গেও আলাপ–আলোচনা চলছে।
সারোয়ার আলম আরও বলেন, আজ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ আছে ৮৬টি কারখানা। ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যেগুলো খোলা আছে, এর মধ্যে কিছু কারখানায় দাবিদাওয়া নিয়ে আলোচনা চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

পীরগঞ্জে বিশ্বরোডে কচুরহাট! যানজটে ভোগান্তি পথচারী ও যাত্রীরা


আপডেট: ৮:২৫:২৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্র বার
পীরগঞ্জে বিশ্বরোডে কচুরহাট! যানজটে ভোগান্তি পথচারী ও  যাত্রীরা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:-  রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে খেজমতপুর (গনিরহাট) বিশ্ব রোডের উপরে কচুরহাট। তীব্র যানজট,অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, নিত্যদিনের ঘটনা। বেশ কয়েকবার এলাকাবাসী প্রতিবাদ করলেও প্রভাবশালী ও ক্ষমতার দাপটে উক্ত স্থানেই হাট চালিয়ে আসছে। এতে করে দূরপাল্লার যাত্রীরা উক্ত বাজার অতিক্রম করার সময় ৩০ থেকে ৪০ মিনিট যানজটে পড়ে থাকতে হয়। রেহাই পায় না রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স। কচুর হাটের জন্য নির্ধারিত জায়গা থাকলেও শুধুমাত্র ক্ষমতা দাপটে  হাটটি পরিচালিত হয়ে আসছে। কচু ব্যবসায়ী হামিদুল ইসলাম, করিম সরকার, কামরুল হাসান , গবিন্দ সরকার সহ একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে  হাটটি  বিশ্বরোডের উপর হওয়ায়  প্রতিদিন ভ্যান , মোটরসাইকেল  বা রিক্সা দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। হাট  ইজারাদারের  পক্ষ থেকে যানজট এড়ানোর জন্য কোন ব্যবস্থা নেই। হাটের নির্ধারিত জায়গায় হাট বসালে যানজট দুর্ঘটনা দুটোই কমবে বলে আশাবাদী ব্যবসায়ী ও এলাকাবাসীর।দূরপাল্লার বেশ কয়েকজন যাত্রী ও গাড়ি চালকের সাথে কথা বলে জানা গেছে উক্ত হাটে দূরপাল্লার গাড়ি বা অ্যাম্বুলেন্স আসলে কমপক্ষে  ৩০ থেকে ৪০ মিনিট গাড়িতে বসে থাকতে হয়। এটা একটি চরম ভোগান্তি। বেশ কয়েক বছর পূর্বে উক্ত হাট  বিশ্বরোডে  উপরে হওয়ার কারণে প্রাণহানি পর্যন্ত ঘটেছে। এ বিষয়ে ইজারাদার  আলম মিয়ার সাথে কথা বললে তিনি বলেন * ২১ জন মিলে হাট শেয়ারে নেওয়া হয়েছে, কোন সমস্যা নেই এরমধ্যে কয়েকজন বিভিন্ন দলের  রাজনৈতিক ব্যক্তি রয়েছে সেহেতু  প্রশাসন থেকে কোন সমস্যা নেই *।
অতি দ্রুত বিশ্বরোড থেকে হাটটি নিজস্ব জায়গায় স্থানান্তর না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আশঙ্কা করছেন ব্যবসায়ী ক্রেতা ও এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসানের সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান হাটের নির্ধারিত স্থানে হাট বসবে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে থানা অফিসার্স ইনচার্জ আনোয়ারুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল করলেও তাকে পাওয়া যায়নি। হাট এলাকাবাসী ব্যবসায়ী স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যজেলা থেকে কচু ক্রয় করতে আসা ব্যবসায়ীরা ও সুশীল সমাজের লোকজন বলছেন হাটের নির্ধারিত স্থানে হাটটি বসালে তিব্রযানযট প্রানহানি হওয়ার সম্ভাবনা কমে যাবে।

আমোরিকার ওয়াশিংটন ফোবানায়  বায়োগ্রাফি অফ নজরুল


আপডেট: ২:২৯:৫০, ০৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্র বার
আমোরিকার ওয়াশিংটন ফোবানায়  বায়োগ্রাফি অফ নজরুল

জুয়েল সাদত
৩৮ তম ওয়াশিংটন ফোবানার ৩ দিনের কনভেনশনের তৃতীয় দিনে ১ লা সেপ্টেম্বর  ফোবানার ভেন্যু মেরিয়েট ক্রিস্টাল গেইটওয়ে তে তৃতীয় দিন  বিকাল ৫ টায় বায়োগ্রাফি অব নজরুল প্রদর্শনী অনুষ্টিত হয়।
৯৪ মিনিটের ডকুৃমেন্টরীতে পুরো নজরুলের জীবনী ফোবানায় আগত দর্শকরা উপভোগ করেন। নজরুলের বর্নাট্য জীবনী অসাধারন ভাবে ফুটিয়ে তুলা হয়েছে। কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি।  নজরুল ইসলাম কে ছাড়া বাঙ্গালীর অচল,  জীবনের প্রত্যেকটা মাধ্যমে কাজী নজরুল দৃশ্যমান। কাজী নজরুল ইসলাম এর বায়োগ্রাফি র পরিচালক ফেরদৌস খান অসাধারন ভাবে ফুটিয়ে তুলেছেন ডকুৃমেন্টরী। প্রযোজনায় ছিলেন ড.আল আমিন খান ।গ্লোবাল  স্ক্রিনিং পার্টনার আর্টিসান।
ফোবানায় প্রদর্শিত নজরুলের ডকুৃমেন্টরীরা সকল মহলে প্রশংসিত হয়। ডকুৃমেন্টরী প্রদর্শনীর পর এর  সুধিমহল তাদের প্রতিক্রিয়া আমেরিকার নানা শহরে এটা প্রদর্শনের আগ্রহ ব্যাক্ত করেন লস এনজেলস এর ড. জয়নাল আবেদিন, ডালাসের হাসান মোবিন, ভার্জিহিয়ার হিরন চৌধুরী, ফ্লোরিডার বাবুল হাই, ওয়াশিংটন এর সামশুদ্দিন মাহমুূদ।
কাজী নজরুল ইসলাম এর ডকুৃমেন্টরী প্রদর্শনীর আলোচনা করেন প্রযোজক ডক্টর আল আমিন, সাংবাদিক জুয়েল সাদত, সামসুদ্দিন মাহমুূদ, খালেদ আহমদ  রউফ ও হাসনাত সানি।

“আসুন বাংলাদেশটাকে ভালবাসি”, ৩৮ তম ওয়াশিংটন ফোবানার সফল সমাপ্তি 


আপডেট: ৩:৩৬:০৬, ০৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহঃ বার
“আসুন বাংলাদেশটাকে ভালবাসি”, ৩৮ তম ওয়াশিংটন ফোবানার সফল সমাপ্তি 

জুয়েল সাদত, ওয়াশিংটন থেকেঃ ওয়াশিংটনডিসি ভা র্জিনিয়ায় তিনদিনের ফোবানা সফল ভাবে সম্পন্ন। ৩৮ তম ফোবানার সফলতার পর ২০২৫ সালের ৩৯ তম আটলান্টার পথে  ফোবানা।

ভার্জিনিয়ায় ডিএসএ এয়ারপোর্ট এর পাশেই মেরিয়েট ক্রিষ্ট্রাল গেইট ওয়ে ছিল তিনদিন প্রবাসী বাংলাদেশী মিলন মেলা। মেরিয়েট এর বিশাল হেটেলের লবি,কনভেনশন সেন্টার ছিল ৩৫ টি স্টেটের প্রবাসী দের পদচারনায় মুখরিত।

১ ম দিন ৩০ আগস্ট ঊদ্ভোধনী ছিল জাকজমকময়। উত্তর আমেরিকার ওয়াশিংটনডিসির ভার্জিনিয়ায় ৩৮ তম ফোবানার তিনদিনের কনভেশন এর উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি  ভয়েস আফ আমেরিকার সাংবাদিক ও ফোবানার প্রতিস্টাতা ও ১৯৮৭ সালের ১ ম ফোবানার কনভেনর ইকবাল বাহার চৌধুরী বলেন, আমি কালের সাক্ষী। আজ ফোবানা নানা মাধ্যমে কাজ করে। ফোবানার  ৩৮ তম আসরে আমি উপস্থিত হয়ে গৌরববোধ করছি। ৩৭ বছর আগে বেশী প্রবাসী ছিলেন না, আমরা একটি স্বপ্ন বুনেছিলাম আজ ফোবানা পুর্নতা পেয়েছে। ফোবানা যেন প্রবাসীদের বিভাজন মুক্ত রাখে।

আবীর আলমগীর ও শামীম আহমদের পরিচালনায় ফোবানায় উদ্ভোধনী অনুষ্টান শুরু হয় বাংলাদেশ, আমেরিকা ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে। উদ্ভোধনী অনুস্টানে  ফোবানার নির্বাহী সংসদ ও আগত অতিথিরা মঞ্চে আসন গ্রহন করেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কটল্যান্ডের  শ্যাডো মিনিস্টার ফয়সাল আহমদ এমবিই , তিনি বলেন ফোবানার পজিটিভ বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করেছে, আমি বাংলাদেশের সকলকে মুলধারার রাজনীতিতে যোগ দেবার আহবান জানাব। বিশেষ অতিথির বক্তব্যে ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স এন্ড ট্যাকনোলজি এর ভিসি ইন্জিনিয়ার আবু হানিফ বলেন, ফোবানার জন্ম ওয়াশিংটনে, আজ আমরা ৩৮ তম আসরটিও ওয়াশিংটনে করছি, এটা একটা মাইলস্টোন। ফোবানার সাথে ওয়াশিংটন ইউনিভার্সিটি সব সময় একসাথে কাজ করবে।

ভয়েব অব আমেরিকার রোকেয়া হায়দার বলেন, ফোবানার নানা মুখি কাজ সমাজকে আলোকিত করছে।

আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তৃব্য রাখেন ভার্জিনিয়া স্টেট  সিনেটের ডক্টর গাজালা এফ হাসমী ও সাদ্দাম এজলান সেলিম। আরলিংটন কাউন্টি বোর্ডে সোসান কানিংহাম, রিজিওনাল ডায়রেক্টর তানিয়া টলেনটো ও ইউ এস সিনেটর মার্ক আর ওয়ার্নার।

ফোবানার নির্বাহী সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ট্রেজারার ডক্টর প্রিয়লাল কর্মকার, জয়েন্ট সেক্রেটারি খালোদ আহমদ রউফ, এক্জিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর, ভাইস প্রেসিডেন্ট মাসুদ রব চৌধুরী ও চেয়ারম্যান এটর্নী মোহাম্মদ  আলমগীর।  ৩৮ তম হোস্ট কমিটি বাগডিসির পক্ষ থেকে বক্তব্য রাখেন মেম্বার সেক্রেটারি আবু রুমী, প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু ও কনভেনর রোকশানা পারভীন।

কনভেনর রোকশানা পারভীন বলেন, আপনাদের সকলের সহযোগীতায় আজ ৩৮ তম ফোবানা সফল হতে যাচ্ছে। আশা করছি আগামী তিন দিন আপনারা উপভোগ করবেন। হোস্ট কমিটির প্রেসিডেন্ট নুরুল আমিন বলেন, আমাদের চেস্টার ত্রুটি ছিল না, যদি কোন ভুলত্রুটি আগামী তিনদিন চোখে পড়ে, আপনারা তা সহজ ভাবে নিবেন।

ফোবানার চেয়ারম্যান এটর্নী আলমগীর বলেন, আপনারা ৩৮ তম ফোবানা সফল করতে অনেকেই সহযোগীতা করেছেন। সবাইকে ধন্যবাদ।।

রাত ৯.৩০ মিনিটে ফোবানার ভেটারান ইকবাল বাহার চৌধুরী আনুষ্ঠানিক ভাবে ৩৮ তম ফোবানার উদ্ভোধন করেন। সে সময় মঞ্চে ছিলেন ফোবানার এক্স চেয়ারম্যানবৃন্দ এবং ফোবানার প্রতিস্টাতা সময়কালের গোলাম ফরিদ আক্তার  ও মাজহারুল ইসলাম।

উদ্ভোধনীর মুল  অনুস্টানের পুর্বে সন্ধা ৬ টা ব্লাক টাই ডিনারের মাধ্যমে ৩৮ তম ফোবানার তিনদিনের কনভেনশন শুরু হয়।

রাত ৯.৪৫ মিনিটে বাংলাদেশের দেশের গানের সাথে ঐতিহ্যগত নাচের পরিবেশনা ও  বাংলাদেশ থেকে আগত নৃত্যশিল্প মৌ ও লায়লা হাসানের দেড় ঘন্টার গীতিনাট্য পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। নতুন প্রজন্মের নাচের শিল্পীদের পরিবেশনায় দর্শকরা উপভোগ করেন।

উদ্ভোধনী অনুস্টান এর ভেন্যুতে নানা ভেন্ডরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ফোবানার উদ্ভোধনী অনুস্টানের সাংস্কৃতিক অনুস্টান রাত ১ পর্যন্ত চলে।

ওয়াশিংটনডিসির ওয়ার্ল্ড ব্যাংকের পাশে  ছোট হল রুমে ১৯৮৭ সালে ফোবানার ১ ম সম্মেলন শুরু হয়ে ধারাবাহিক ভাবে তা ৩৭ টি সফল সমেলন এর ধারাবাহিকতায় ৩৮ তম ওয়াশিংটন ফোবানার শুরু হয়।

৩১ আগস্ট শনিবার, ছিল ফোবানা কনভেনশনের দ্বিতীয় দিন। দুপুর ১২ টায় ছিল ইউথ ফোরামের সেমিনার সহ বেশ কয়েকটি সেমিনার, ১১ টায় শুরু হয় ফোবানার ইসি কমিটির মিটিং। সাড়ে ১২ টায় ছিল ফোবানার আকর্ষনীয় বিজনেস লাঞ্চ। স্পন্সর্ সহ সফল ব্যবসায়ীদের নিয়ে বিজনেস লাঞ্চে কথা বলেন,  আমেরিকার নানা শহর ও নানা দেশের ব্যবসায়ীরা। অতিথি হিসাবে  ছিলেন স্কটল্যান্ড এর মেম্বার অফ পার্লামেন্ট ফয়সাল আহমদ এমবিই। আগত ব্যবসায়ীরা তাদের সফলতার কথা বলেন এবং কিভাবে কমিউনিটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়  তার গল্প বলেন। তাদের ধন্যবাদ জানান, ফোবানার চেয়ারম্যান এটর্নি মোহাম্মদ আলমগীর, কনভেনর রোকশানা পারভীন ও বিজনেস লাঞ্চ এর চেয়ারম্যান আজাদুল হক।

দ্বিতীয় দিনের সকালে ছিল বাচ্চাদের সায়েন্স ফেয়ার ও বিকাল ৩ টায় কাব্য জলসা। উত্তর আমেরিকার ৫৪  জন স্বনামধন্য কবিদের উপস্থিতিতে কবি ও সাহিত্যিকদের পদচারনায় মুখরিত ছিল কাব্য জলসার ভেন্যু।

কাব্য জলসা উপলক্ষে মৃদুল রহমানে সম্পাদনায় একটি সুভেনির প্রকাশিত হয়। কাব্য,জলসায় কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।

সন্ধ্যায়  শুরু হয় ফোবানার মুল ভেন্যুতে সাংস্কৃতিক অনুস্টান। কালচারাল শো তে ছিল নানান শহরের সংগঠনগুলোর নানান পরিবেশনা। নাচ, গান, নাটক, ও বাচ্চাদের পরিবেশনায় মুখরিত ছিল মেরিয়ট এর বলরুম।

সন্ধায় শুরু হয়ে তা রাত ২ টায় কুমার বিশ্বজিৎ এর শেষ পরিবেশনা দিয়ে শেষ হয়  । ফোবানার ভেন্যুতে একটি খাবারের দোকান ছিল, সেখানে খাবারের কমতি ছিল না। ছিল অনেকগুলো কাপড়ের দোকান,বইয়ের দোকান সহ নানান রকমারি বিজনেস প্রমোশনাল বুথ।

 দুবাই থেকে ও ঢাকার রিয়েল এস্টেট এর প্রতিনিধিরা ছিল কনভেনশনে। শনিবারের পুরোটা দিন জুড়ে ছিল সায়েন্স ফেয়ার, ওমেন এমপাউয়ারিং, ইউথ ফোরাম,বই মেলা, ক্রাফট এন্ড ক্লথিং শো, ফোবানা ফিল্ম শো, কাব্য জলসা, সেমিনার -ইমিগেশন ডিসকাশন। ৩১ শে ডিসেম্বর উত্তর আমেরিকায় বসবাসরত মুক্তিযোদ্বাদের সম্মামনা  প্রদান করা হয়।

১ লা সেপ্টেম্বর, রোববার ছিল ফোবানার ৩য় দিন। দুপুর ১২ টায় শুরু হয় ফোবানার এজিএম। ৩ ঘন্টা ব্যাপী এজিএম এ ফোবানার বিগত বছরের পর্যালোচনা, আয় ব্যায়ের হিসাব, আইন কানুন পরিবর্তন , ভোটিং সিস্টেম আপডেট,  নতুন কমিটির পরিচিতি, ২২ টি সাব কমিটির কার্যক্ষম সহ নানা বিষয় অপেন ডিসকাশন ছিল।

সকাল ১১ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত ছিল বিভিন্ন বিষয়ের উপর সেমিনার। সেমিনার গুলোর সমন্বয় করেন রোপম ও ড্ক্টর তারেক।

বিকাল ৫ টায় ছিল ফিল্ম ফেস্টিভ্যাল। ছিল  “বায়োগ্রাফি অফ নজরুল” নামের ৯০ মিনিটের একটি অনবদ্ধ ফিল্ম। ফোবানার তিনদিনের কালচারাল শোর উউপস্থাপনায় ছিলেন শামিম আহমদ, রাহি ও ইভা। তৃতীয় দিনের মুল শিল্পী যারা শো এর শেষ পর্যায়ে ছিলেন আখি আলমগীর, মোজা ও জেফর। মোজা ও জেফারের এর গানের উন্মাদনায় নতুন প্রজন্ম উপভোগ করে।

আরো যে সব শিল্পী শেষ দিনে পারফর্ম করেন,কালাচাঁদ সরকার,শিল্পী রোজারিও, বনানী চৌধুরী,অপর্না মিত্র,মম, মিমি আলাউদ্দিন, সারজিল, স্বপ্নিল  ও হাসনাথ সানী ও বাচ্চাদের পরিবেশনা। মোট কমবেশী ২৫০ জন পারফর্মার ফোবানাকে জমিয়ে রাখেন,  আটলান্টার বাংলাধারা,ড্রামা সার্কেল সহ নানান শহরের সংগঠনগুলো নানান পরিবেশনা উপস্থাপন করেন।

 শেষ দিনের রাত ১১ টায় মঞ্চে ২০২৪ সালের ফোবানার নির্বাহী সংসদের দায়িত্ব গ্রহন ও ২০২৫ সালের আটলান্টা ফোবানা হোস্ট কমিটির দায়িত্ব হস্থান্তর। সংক্ষিপ্ত আলোচনা করে এটর্নী মোহাম্মদ আলমগীর, আবীর আলমগীর, মাসুদ রব চৌধুরী, খালেদ আহমদ রউফ, ডক্টর প্রিয়লাল কর্মকার, রেহান রেজা, মাহবুব রেজা রহিম, নুরুল আমিন নুরু, রোকশানা পারভীন, মাহবুব রহিম, দিলু মওলা ও ডিউক খান।

২০২৫ সালের ৩৯ তম আটলান্টা ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল ও মেম্বার সেক্রেটারি মাহবুব ভুইয়া আটলান্টা ফোবানায় সকলকে উপস্থিত থাকার আহবান জানান। ফোবানার তৃতীয় দিনে “ফোবানা স্কলারশীপ”    প্রদান করা হয়, রেহান রেজার পরিচালনায় ফোবানার স্কলারশীপ প্রাপ্ত দের পুরস্কার প্রদান করেন স্কলারশীপের স্পন্সররা।

৩৯ তম ফোবাবায় নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আাউটস্টেন্ডিং সম্মামনা দেয়া হয় এর মধ্যে অন্যতম ছিলেন এবং যারা ক্রেস্ট গ্রহন করেন এন্থনী গোমেজ, সেমিনার কমিটির রোপন ও ড্ক্টর তারেক, সাংবাদিক প্রথম আলোর  জুয়েল সাদত ও   বিজনেস লাঞ্চ এর আজাদু্ল হক।

ফোবানার তৃতীয় দিন, রোববার রাত ১১ টায় ১৯৮৭ সালে প্রতিস্টিত বাংলা স্কুলের বাচ্চাদের পরিবেশনা  ছিল অসাধারন। ৩৭ তম ওয়াশিংটনডিসির ফোবানায় দর্শকদের উপস্থিতি কম বেশী হলেও কালচারাল অনুস্টান গুলো ছিল অসাধারন, যা ফোবানার মুল আকর্ষন। সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান তাসকিন অসাধারন ভাবে তিনদিনের পুরো সাংস্কৃতিক অনুস্টানমালা পরিচালনা করেন। এই কঠিন সাংস্কৃতিক অনুস্টানমালা পরিচালনা ও টাইমিং হ্যান্ডলিং করাটা দুরুহ কাজ ছিল, তাসকিন সকলের ধন্যবাদ অর্জন করেন।

ফোবানার ৩৮ তম আসরটি সকল মহলে প্রশংসা কুড়িয়েছে অসাধারন ভেন্যু সহ নানা কারনে, যে ছোট খাট ভুল ত্রুটি ছিল তার জন্য হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু ও কনভেনর রোকশানা পারভীন সকলকে সহজভাবে নেবার জন্য আহবান জানিয়েছেন। সামগ্রিক বিচারে ওয়াশিংটনডিসি র ফোবানা উত্তর আমেরিকায় প্রশংসা কুড়িযেছে। নতুন বাংলাদেশ গঠন ও প্রবাসী নতুন প্রজন্ম কে দেশীয় সংস্কৃতিতে।আরো সম্পৃক্ত করার আহবান জানান, নানান বক্তারা।

ভারতের ভিসা নিয়ে খবর নেই


আপডেট: ১০:৫৮:৩২, ০১ সেপ্টেম্বর ২০২৪, রবি বার
ভারতের ভিসা নিয়ে খবর নেই

ভারতীয় ভিসার পোর্ট ও বর্ডার সম্পর্কিত কিছু প্রশ্ন ও তার উত্তর » আদার ব্যাপারীভিসা না পাওয়ায় গত ২৬ আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্য ভিসাপ্রত্যাশী বিক্ষোভ করেন। এদিন স্লোগা‌নে-স্লোগা‌নে তারা বলতে থাকেন- “এক দফা এক দা‌বি, ভিসা চাই ভিসা চাই, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, ভিসা দে নই‌লে টাকা ফেরত দে।”

এ ঘটনার চারদিন পর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা ও এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে। তাদের কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদান স্বাভাবিক হবে।

ভারেতর পররাষ্ট্রমন্ত্রণালেয়র  মুখপাত্রের এমন বক্তব্যে বুঝা যাচ্ছে আপাতত ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য কোন সুখবর নেই। সাধারণ ভ্রমণ ভিসা প্রাপ্তির বিষয়টি এখনো জটিল রয়েছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, “আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন ও শাসন ফিরে আসবে, তখন আমরা ভিসা নিয়ে পুরিপূর্ণ কাজ শুরু করব।”

এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং বাংলাদেশ সরকারের তাকে ফেরত চাওয়ার ব্যাপারেও কথা বলেছেন রণধীর জসওয়াল। তিনি জানিয়েছেন, হাসিনা খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন। এর বাইরে তাদের কাছে আর কোনো খবর নেই।

এসব ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। ভারতীয় এ কূটনীতিক দাবি করেন বাংলাদেশের ভয়াবহ বন্যার জন্য ভারতকে দোষারোপ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এটি সঠিক নয়।

তিনি বলেন, “বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএনের প্রতিবেদন আমরা দেখেছি। এটি বিভ্রান্তিকর এবং বাস্তবে সত্য নয়। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেটির বক্তব্য এই প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে।”

তিনি আরও বলেছেন, “এছাড়া যৌথ পানি ব্যবস্থাপনায় বিদ্যমান যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে (বাংলাদেশের সঙ্গে) নিয়মিত এবং সময়মতো তথ্য আদান প্রদান করি সেটিও প্রতিবেদনে বলা হয়নি।”

Go to top