ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২ ‘মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন খালেদা জিয়া’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকঃ দ্রুত নির্বাচনের দাবি বিএনপির “যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন” বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা “সিলেট প্রদেশ প্রতিষ্ঠার দাবীতে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত” জাউয়াবাজারে বিএনপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্য জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা ও গৃহ নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

‘এখন অ্যালবাম করে লাভ নেই’

1028
জনপ্রিয় সংগীতশিল্পী মৌটুসী পার্থ। ক্যারিয়ারের শুরু থেকেই গান শুনিয়ে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। স্টেজ, অ্যালবাম, টিভি লাইভসহ সংগীতের প্রতিটি ক্ষেত্রেই তার রয়েছে সরব উপস্থিতি। বর্তমানে স্টেজ ও টিভি লাইভ নিয়ে ব্যস্ত তিনি। পাশাপাশি নতুন গানের কাজও করছেন। নিজের এ সময়ের ব্যস্ততা, নতুন গান ও গানের বিভিন্ন বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন মৌটুসী । তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন

কেমন যাচ্ছে দিনকাল?
ভালই যাচ্ছে। গান নিয়েই বেশি ব্যস্ত আছি। বিশেষ করে স্টেজ শো এবং টিভি লাইভ নিয়ে।
আগামীকাল বাংলাভিশনে সরাসরি গান গাইছেন। বিশেষ কোন প্রস্তুতি রয়েছে?
আজ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলের জন্মদিন। আর আগামীকাল হলো ৯ তারিখ। বেশ কাছাকাছি একটা সময় পেয়েছি। এ অনুষ্ঠানের মাধ্যমে আশা ভোসলেকে একটা ট্রিবিউট দিচ্ছি। আমি তার গানগুলো এখানে গাইবো। আর যতটুকু তার সম্পর্কে জানি তা শ্রোতা-দর্শকদের সঙ্গে শেয়ার করবো। এর আগে লতা মঙ্গেশকরকে ট্রিবিউট করে একটি অনুষ্ঠান করেছিলাম। এবার আশা ভোসলেকে ট্রিবিউট এর সুযোগটা পেয়েছি। আশা করছি ভাল কিছু হবে।
কোন গানগুলো গাইবেন ঠিক করেছেন নিশ্চয়ই?
আশা ভোসলে অনেক ভাষায় গান গেয়েছেন। তবে তার হিন্দী গানের সম্ভার বেশি। বাংলা গানে যে তিনি সমৃদ্ধ নন তা বলবো না। কিন্তু হিন্দীর তুলনায় কম। আমি বাংলা গানগুলোকেই প্রাধান্য দিচ্ছি। পরিচিত গানগুলোই এখানে দর্শকদের শোনাবো। তিনি শুরু থেকে যে গানগুলো করেছেন সেখান থেকে বাছাই করে কিছু গাইবো। আসলে তিনি অন্য ভাষায়ও অনেক গান গেয়েছেন। কিন্তু আমাদের দেশেতো আর তেলেগু, মারাঠি কিংবা তামিল গান গাওয়া যাবে না। এটা আমাদের দেশের সঙ্গে যায় না। তাই বাংলার পাশাপাশি হিন্দী গান ২-৪ টা গাইবো। পাশাপাশি গজল, ঠুমরিসহ আশা ভোসলে যে ক্ষেত্রগুলোতে কাজ করেছেন তার থেকে কিছু গান শোনানোর চেষ্টা করবো। আর দর্শকদের অনুরোধতো থাকবেই।
অ্যালবামের কাজ কি করছেন?
এখন অ্যালবাম করে লাভ নেই। আগে যেমন প্রতি বছর আমরা অ্যালবাম প্রকাশ করতাম। একটা অন্যরকম উৎসাহ তখন কাজ করতো। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোই আগ্রহী হয়ে যোগাযোগ করতো আমাদের সঙ্গে। তারাই মার্কেটিং করতো। রমরমা একটা অডিও বাজার ছিলো। এখনতো শুনছি শিল্পীরা নিজেরাই অ্যালবাম বের করছে। তারাই খরচ করছে। এটা আসলে আমার পক্ষে সম্ভব নয়।
তাহলে আপনার নতুন গান কি শ্রোতারা সহসাই পাচ্ছে না?
গান করলেই যে অ্যালবাম আকারে তা প্রকাশ করতে হবে তা নয়। আমি বেশ কিছু নতুন গানের কাজ করছি। এরই মধ্যে ওপার বাংলার স্বনামধন্য শিল্পী-সুরকার নচিকেতার কথা-সুরে তিনটি গানের কাজ শেষ করেছি। কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলীর সুরে নতুন গান করছি। তবে অ্যালবাম করবো কিনা বলতে পারছি না। হয়তো একটি করে গানের ভিডিও করে তা সিঙ্গেল আকারেও প্রকাশ করতে পারি। সব কিছুই পরিস্থিতির উপর নির্ভর করছে। এর মধ্যে যদি কোন ভাল প্রস্তাব পাই অ্যালবাম করতেও পারি। দেখা যাক কি হয়। ৬/৭ বছর আগে আমার সর্বশেষ অ্যালবাম প্রকাশ হয়েছিলো। এরপর আর করা হয়নি। আসলে আমি আমার মত গান করে যাচ্ছি। আমাকে যে অ্যালবাম প্রকাশ করতেই হবে আমি সেটা কখনও ভাবি না।
আপনার দৃষ্টিতে গানের অবস্থা এখন কেমন? আমরা কোন দিকে যাচ্ছি?
আমরা খুব খারাপের দিকেও যাচ্ছি না। আবার ভালর দিকেও যাচ্ছি না। মাঝামাঝি একটা অবস্থায় রয়েছি। আমাদের প্রজন্মের পরে কিন্তু একটা গ্যাপ ছিলো। বেশ কয়েকটি রিয়্যলিটি শোর মাধ্যমে অনেক মেধাবী তরুণ শিল্পী উঠে এসেছে। তারা ফাঁকা জায়গাটা পূরণ করেছে। তাদের মধ্যে অনেকেই ভাল করছে। গানের প্রতি তাদের মমতা, মনযোগ দেখে খুব ভাল লাগে। আবার অনেকে হয়তো ভিন্নধর্মী কিছু দিতে পারছে না। আমি ব্যাক্তিগতভাবে জুনিয়রদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আমি ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

‘এখন অ্যালবাম করে লাভ নেই’

আপডেট সময় : ১০:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫

1028
জনপ্রিয় সংগীতশিল্পী মৌটুসী পার্থ। ক্যারিয়ারের শুরু থেকেই গান শুনিয়ে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। স্টেজ, অ্যালবাম, টিভি লাইভসহ সংগীতের প্রতিটি ক্ষেত্রেই তার রয়েছে সরব উপস্থিতি। বর্তমানে স্টেজ ও টিভি লাইভ নিয়ে ব্যস্ত তিনি। পাশাপাশি নতুন গানের কাজও করছেন। নিজের এ সময়ের ব্যস্ততা, নতুন গান ও গানের বিভিন্ন বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন মৌটুসী । তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন

কেমন যাচ্ছে দিনকাল?
ভালই যাচ্ছে। গান নিয়েই বেশি ব্যস্ত আছি। বিশেষ করে স্টেজ শো এবং টিভি লাইভ নিয়ে।
আগামীকাল বাংলাভিশনে সরাসরি গান গাইছেন। বিশেষ কোন প্রস্তুতি রয়েছে?
আজ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলের জন্মদিন। আর আগামীকাল হলো ৯ তারিখ। বেশ কাছাকাছি একটা সময় পেয়েছি। এ অনুষ্ঠানের মাধ্যমে আশা ভোসলেকে একটা ট্রিবিউট দিচ্ছি। আমি তার গানগুলো এখানে গাইবো। আর যতটুকু তার সম্পর্কে জানি তা শ্রোতা-দর্শকদের সঙ্গে শেয়ার করবো। এর আগে লতা মঙ্গেশকরকে ট্রিবিউট করে একটি অনুষ্ঠান করেছিলাম। এবার আশা ভোসলেকে ট্রিবিউট এর সুযোগটা পেয়েছি। আশা করছি ভাল কিছু হবে।
কোন গানগুলো গাইবেন ঠিক করেছেন নিশ্চয়ই?
আশা ভোসলে অনেক ভাষায় গান গেয়েছেন। তবে তার হিন্দী গানের সম্ভার বেশি। বাংলা গানে যে তিনি সমৃদ্ধ নন তা বলবো না। কিন্তু হিন্দীর তুলনায় কম। আমি বাংলা গানগুলোকেই প্রাধান্য দিচ্ছি। পরিচিত গানগুলোই এখানে দর্শকদের শোনাবো। তিনি শুরু থেকে যে গানগুলো করেছেন সেখান থেকে বাছাই করে কিছু গাইবো। আসলে তিনি অন্য ভাষায়ও অনেক গান গেয়েছেন। কিন্তু আমাদের দেশেতো আর তেলেগু, মারাঠি কিংবা তামিল গান গাওয়া যাবে না। এটা আমাদের দেশের সঙ্গে যায় না। তাই বাংলার পাশাপাশি হিন্দী গান ২-৪ টা গাইবো। পাশাপাশি গজল, ঠুমরিসহ আশা ভোসলে যে ক্ষেত্রগুলোতে কাজ করেছেন তার থেকে কিছু গান শোনানোর চেষ্টা করবো। আর দর্শকদের অনুরোধতো থাকবেই।
অ্যালবামের কাজ কি করছেন?
এখন অ্যালবাম করে লাভ নেই। আগে যেমন প্রতি বছর আমরা অ্যালবাম প্রকাশ করতাম। একটা অন্যরকম উৎসাহ তখন কাজ করতো। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোই আগ্রহী হয়ে যোগাযোগ করতো আমাদের সঙ্গে। তারাই মার্কেটিং করতো। রমরমা একটা অডিও বাজার ছিলো। এখনতো শুনছি শিল্পীরা নিজেরাই অ্যালবাম বের করছে। তারাই খরচ করছে। এটা আসলে আমার পক্ষে সম্ভব নয়।
তাহলে আপনার নতুন গান কি শ্রোতারা সহসাই পাচ্ছে না?
গান করলেই যে অ্যালবাম আকারে তা প্রকাশ করতে হবে তা নয়। আমি বেশ কিছু নতুন গানের কাজ করছি। এরই মধ্যে ওপার বাংলার স্বনামধন্য শিল্পী-সুরকার নচিকেতার কথা-সুরে তিনটি গানের কাজ শেষ করেছি। কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলীর সুরে নতুন গান করছি। তবে অ্যালবাম করবো কিনা বলতে পারছি না। হয়তো একটি করে গানের ভিডিও করে তা সিঙ্গেল আকারেও প্রকাশ করতে পারি। সব কিছুই পরিস্থিতির উপর নির্ভর করছে। এর মধ্যে যদি কোন ভাল প্রস্তাব পাই অ্যালবাম করতেও পারি। দেখা যাক কি হয়। ৬/৭ বছর আগে আমার সর্বশেষ অ্যালবাম প্রকাশ হয়েছিলো। এরপর আর করা হয়নি। আসলে আমি আমার মত গান করে যাচ্ছি। আমাকে যে অ্যালবাম প্রকাশ করতেই হবে আমি সেটা কখনও ভাবি না।
আপনার দৃষ্টিতে গানের অবস্থা এখন কেমন? আমরা কোন দিকে যাচ্ছি?
আমরা খুব খারাপের দিকেও যাচ্ছি না। আবার ভালর দিকেও যাচ্ছি না। মাঝামাঝি একটা অবস্থায় রয়েছি। আমাদের প্রজন্মের পরে কিন্তু একটা গ্যাপ ছিলো। বেশ কয়েকটি রিয়্যলিটি শোর মাধ্যমে অনেক মেধাবী তরুণ শিল্পী উঠে এসেছে। তারা ফাঁকা জায়গাটা পূরণ করেছে। তাদের মধ্যে অনেকেই ভাল করছে। গানের প্রতি তাদের মমতা, মনযোগ দেখে খুব ভাল লাগে। আবার অনেকে হয়তো ভিন্নধর্মী কিছু দিতে পারছে না। আমি ব্যাক্তিগতভাবে জুনিয়রদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আমি ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখি।