৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার, তার জন্য সর্বোচ্চ ছয় মাস লাগতে পারে বলে আমি মনে করি। সংস্কারের টার্গেট হতে হবে নির্বাচন।’

রাজনীতির মাঠে খালেদা জিয়া এবং তারেক রহমান না থাকায় ভিন্ন পরিস্থিতির মুখোমুখি বিএনপি। বিএনপির সঙ্গে জামায়াতের এখন আর কোনো রাজনৈতিক জোট নেই বলেই জানান একাধিক বিএনপি নেতা। ইতোমধ্যে জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়তে শুরু করেছে বলে জানা গেছে। অন্যদিকে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়টিও বিএনপিকে উদ্বিগ্ন করে তুলেছে।
বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত ধীরে চলো নীতিতে আছে। আর তা দেখেই ২৮ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ‘যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এ ধরনের বিভিন্ন চিন্তা-ভাবনা করে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য। সেটার জন্যই তো নির্বাচন। এটা তো আমাদের অধিকার। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন লড়াই করেছি, সংগ্রাম করে এসেছি।’
জামায়াতের বেশি মিডিয়া কভারেজেরও সমালোচনা করেন তিনি। আশঙ্কা প্রকাশ করেন, এক এগারোর মতো বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সম্ভাবনা নিয়ে।
বিএনপির নেতারা এর আগে সাড়ে তিন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন। কিন্তু এখন সেখান থেকে কিছুটা সরে এসেছেন। এই পরিস্থিতিকে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা প্রধান উপদেষ্টাকে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপ শুরুর তাগিদ দেন। তাদের সেই তাগিদের ফলেই শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে তিনজন নেতা বৈঠক করেন, তাদের একজন হলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আমাদের সঙ্গে আলোচনায় স্পষ্ট হয়েছে যে, প্রধান উপদেষ্টা সংস্কারের ব্যাপারে একটি পরিকল্পনা করেছেন। তার মধ্যে নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুদকসহ আরও কিছু সংস্থা আছে। এগুলো করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কতটা সময় লাগতে পারে তার একটি রোডম্যাপ তিনি হয়ত প্রকাশ করবেন। আমরাও তাকে বলেছি, ‘আপনি যেহেতু নির্বাচনি রোডম্যাপ প্রকাশের ইচ্ছা প্রকাশ করেছেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটু আলাপ করেন।’ তার পরিপ্রেক্ষিতেই শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ শুরু হয়েছে। আমরা তো কথা বলেছি। তারপর আবারও ডাকলে আমরা যাব।”
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচনকে টার্গেট করে প্রয়োজনীয় সংস্কার শেষ গণতান্ত্রিক নির্বাচন শেষ করতে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় বলে আমি মনে করি।’
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তার কিছু মামলা-মোকদ্দমা এবং আইনি বিষয় আছে। এগুলো আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিরসন করতে চাই। তারপরে আমার মনে হয় তিনি দেশে ফিরে আসার প্ল্যান করবেন।’
জানা গেছে, তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা ইতোমধ্যে বাদী প্রত্যাহার করেছেন। এখন বাকিগুলোর আইনি প্রক্রিয়া সম্পন্নের অপেক্ষা। অন্যদিকে, চেয়ারপার্সন খালেদা জিয়া কবে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন সেই বিষয়টিও আপাতত অনিশ্চিত।
বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘তার মুভ করা বা লং ফ্লাই করার মতো বডি ফিট আছে কি-না তা চিকিৎসকরাই বলতে পারবেন।’
২০২০ সালে নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যায়নি। পরিবার থেকে বারবার আবেদন করলেও ফিরিয়ে দেয় আওয়ামী লীগ সরকার। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছাড়লে ৬ আগস্ট খালেদা জিয়াকে মুক্ত করে দেন রাষ্ট্রপতি। বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে যেতে আর কোনো বাধা নেই তার। বিএনপির পক্ষ থেতে তাকে দ্রুত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কথা বলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে নানা অজুহাতে খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল পাসপোর্ট অধিদপ্তর। গত ৬ আগস্ট খালেদা জিয়া মুক্তি পাওয়ার দিন রাতেই তাকে নবায়ন করা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া হয়। তিনি এখন তার বাসভবন ফিরোজায় অবস্থান করছেন। ২ জুলাই তিনি হাসপাতাল ছেড়েছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছি। কিন্তু লম্বা সময় ফ্লাই করার মতো শারীরিক ফিটনেস এখনো তার আসেনি। তিনি সুস্থ আছেন। কিন্তু ফ্লাই করার মতো ফিটনেস তার নাই। যুক্তরাষ্ট্র নিতে হলে তাকে ১৮-২০ ঘণ্টা ফ্লাই করতে হবে। এয়ার অ্যাম্বুলেন্সে নিলে ফ্লাই করার সময় তো চাপ পড়বে। সেই চাপ তিনি নিতে পারবেন কি-না, আবার ওঠা নামার ধকলও আছে।’
তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। আমরা তাদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি।’
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “তারেক রহমান এই মাটির সন্তান। তিনি এখানে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন। তিনি অবশ্যই তার নিজ দেশে ফিরে আসবেন। আমরা ফ্যাসিষ্ট হাসিনা সরকারের দেওয়া মিথ্যা মামলাগুলো আইনগতভাবেই মোকাবেলার প্রক্রিয়া শুরু করেছি।”
তিনি আরও বলেন, ‘এর মধ্যে বেশকিছু মিথ্যা মামলা এখন বাদিরাই প্রত্যাহার করে নিচ্ছেন। ২০১৫ সালের ৭ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল উচ্চ আদালত। কিন্তু এই নিষেধাজ্ঞার জন্য যিনি আবেদন করেছিলেন, তিনি তার মামলা এরই মধ্যে প্রত্যাহার করে দিয়েছেন। আর তথাকথিত একুশে আগস্টের মামলাসহ চারটি মামলায় তাকে দণ্ড দেওয়া হয়েছে নিম্ন আদালত থেকে। এর মধ্যে দুর্নীতির মিথ্যা মামলাও আছে। সেগুলো আমরা আইনগত প্রক্রিয়ায় দেখছি। বিচার বিশ্লেষণ করে পদক্ষেপ নিচ্ছিল।’
খুলে দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট

খুলে দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট

  বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। সোমবার (২৬ আগস্ট) এই গেটগুলো খুলে দেওয়া হয়, ফলে একদিনে বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। বাঁধ খুলে দেওয়ার ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের তথ্য বাংলাদেশকে আগে থেকেই বিস্তারিত



ভারতের ভিসা নিয়ে খবর নেই

ভারতের ভিসা নিয়ে খবর নেই

ভিসা না পাওয়ায় গত ২৬ আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্য ভিসাপ্রত্যাশী বিক্ষোভ করেন। এদিন স্লোগা‌নে-স্লোগা‌নে তারা বলতে থাকেন- “এক দফা এক দা‌বি, ভিসা চাই ভিসা চাই, ভারতের দালালরা বিস্তারিত

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার

  বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে (মোহাম্মদ এ আরাফাত) গ্রেফতার করা হয়েছে। ২৭ আগস্ট, মঙ্গলবার দুপুরে তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিস্তারিত

আমোরিকার ওয়াশিংটন ফোবানায়  বায়োগ্রাফি অফ নজরুল

আমোরিকার ওয়াশিংটন ফোবানায়  বায়োগ্রাফি অফ নজরুল

জুয়েল সাদত ৩৮ তম ওয়াশিংটন ফোবানার ৩ দিনের কনভেনশনের তৃতীয় দিনে ১ লা সেপ্টেম্বর  ফোবানার ভেন্যু মেরিয়েট ক্রিস্টাল গেইটওয়ে তে তৃতীয় দিন  বিকাল ৫ টায় বায়োগ্রাফি অব নজরুল প্রদর্শনী অনুষ্টিত বিস্তারিত

ভারতকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

ভারতকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। সেই ইতিহাস গড়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সেমিতে ভারতের মুখোমুখি হয়েছিল লাল-সবুজের দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আসিফ বীরত্বে টাইব্রেকারে বিস্তারিত

বুর্জ খলিফায় শাহরুখের ‘পাঠান’ সিনেমার ট্রেলার

বুর্জ খলিফায় শাহরুখের ‘পাঠান’ সিনেমার ট্রেলার

  বিনোদন ডেস্ক বলিউড বাদশা শাহরুখের ‘পাঠান’ মুক্তির সময় যতই ঘনিয়ে আসছে, ততই ভক্তদের মাঝে সিনেমাটি নিয়ে তুমুল আগ্রহ তৈরি হচ্ছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বিস্তারিত

পারিবারিকভাবে বিয়ে করলে যে কাজ করবেন না

পারিবারিকভাবে বিয়ে করলে যে কাজ করবেন না

  লাইফস্টাইল ডেস্ক বর্তমানে লাভ ম্যারেজের সংখ্যাই বেশি। তবে অনেকেই পারিবারের পছন্দ অনুযায়ীও বিয়ে করেন। যদিও এক্ষেত্রে বর-কনের একে অপরকে চেনা-জানার সম্ভাবনা কম থাকে। যদিও পারিবারিকভাবে বিয়ে করার অনেক সুবিধা বিস্তারিত

Go to top