অদ্ভুত আইন, দুই বিয়ে না করলেই যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১:৩৫:০০,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৯ | সংবাদটি ৪২২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক:: আফ্রিকার দেশ এরিত্রিয়ায় জারি করা হলো ‘অদ্ভুত’ এক আইন। আইন অনুযায়ী, পুরুষদের দুইটি বিয়ে করতে হবে। এক্ষেত্রে কোনো পুরুষ বা নারী এই সিদ্ধান্তে আপত্তি করে, তা হলে শাস্তি হবে যাবজ্জীবন জেল।
সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশে পুরুষের আকাল পড়েছে। এর আগে দীর্ঘদিন ইথিওপিয়ার সঙ্গে যুদ্ধের কারণে অনেক পুরুষ হারিয়েছে এরিত্রিয়া। ক্রমশ পুরুষশূন্য হয়ে পড়ছে এই দেশ। তাই দেশের স্বার্থেই এই আইন বলবৎ করল সরকার।
প্রসঙ্গত, মুসলিম দেশগুলোর মধ্যে এরিত্রিয়াতেই শুধুমাত্র এমন ‘অদ্ভুত’ আইন জারি করা হয়েছে। ধর্মীয় আইনের মাধ্যমে এই নির্দেশকে মান্যতা দিলেন গ্র্যান্ড মুফতি।