ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম ১২ কর্মকর্তাকে ঢাকায় না থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ সড়ক উপদেষ্টার “সিলেট পলিটেকনিকে দিনব্যাপী স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন সম্পন্ন” চোরাচালান দমনে কড়াকড়ি বিজিবির জালে কোটি টাকার পণ্য বিয়ানীবাজারে বিভিন্ন মন্দিরে ড. এনামুল হক চৌধুরীর পক্ষ থেকে শারদ বস্ত্র বিতরণ নারীদের অংশগ্রহণ ব্যাতিত দেশের উন্নয়ন সম্ভব নয় -নাসরিন আউয়াল মিন্টু
গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে'র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

এক উৎসবমূখর পরিবেশে গত মঙ্গলবার ২১শে অক্টোবর ২০২৫ইং রবিবার বিকেলে লেস্টার শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের প্রথম পর্ব এজিএম আমাদের বিদায়ী সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক রেজাউল করিম (রাজু)’র পরিচালনায় মৌলানা আসাদ খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি আব্দুর রকিব। তিনি বক্তব্যে ঐতিহ্যবাহী গোপশহর গ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন এবং আসন্ন নতুন কমিটিকে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারপর বিদায়ী সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বিগত দুই বছরের সংগঠনের কার্যক্রমের রিপোর্ট তুলে ধরেন এবং সভায় উপস্থিত সাধারণ সদস্যদের সাথে প্রশ্নোত্তর পর্ব শেষে রিপোর্টটি সবসম্মতিক্রমে গৃহীত হয়। বিদায়ী সহ কোষাধক্ষ্য মোজাহিদ সুমন গত দুই বছরের আর্থিক বিবরণী তুলে ধরেন এবং সভায় উপস্থিত সাধারণ সদস্যদের সাথে প্রশ্নোত্তর পর্ব শেষে রিপোর্টটি সবসম্মতিক্রমে গৃহীত হয়। পরিশেষে সভাপতির ধন্যবাদ বক্তব্য এবং বর্তমান কার্যকরী কমিটির আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণার মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘটে।

দ্বিতীয় পর্ব ছিলো আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী পরিষদ নির্বাচন। উপস্থিত সকল সদস্যরা সর্বসম্মতিক্রমে জালালুল ইসলাম, মন্তাজ আলী এবং আব্দুর রাকিবকে তিন সদস্য বিশিষ্ট ইলেকশন কমিশনার নিয়োগ করেন এবং তাঁদের উপর অর্পিত এ গুরুদায়িত্বটি তাঁরা অত্যন্ত আস্থা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে পরিচালনা করে আগামী দুই বছরের জন্য সারওয়ার খানকে সভাপতি, মোঃ ফয়জুল ইসলাম (ফয়েজনূর)কে সাধারণ সম্পাদক ও ফখরুজ্জামান ইরানকে কোষাধ্যক্ষ করে ৩৯ সদস্য বিশিষ্ট এক কার্যকরী কমিটির তালিকা ঘোষণা করেন যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তা নিম্নরূপঃ

*_সভাপতি_*
মোঃ সারোয়ার খান

*_সহ-সভাপতি_*
মোঃ রফিক মিয়া (মেম্বার) এবং
মোঃ শোয়েব আহমেদ

*_সাধারণ সম্পাদক_*
মোঃ ফয়জুল ইসলাম (ফয়েজনুর)

*_সহ-সাধারণ সম্পাদক_*
মকসুদুল মোমিন রুমেন
দুলাল উদ্দিন

*_অর্থ সম্পাদক_*
ফখরুজ্জামান ইমরান
*_সহ-অর্থ সম্পাদক_*
আল-আমিন

*_সাংগঠনিক সম্পাদক_*
রাশেদ খান
*_সহ সাংগঠনিক সম্পাদক_*
শিবলী আহমেদ

*_মহিলা বিষয়ক সম্পাদক_*
হাফসা নূর

*_প্রচার ও প্রকাশনা সম্পাদক_*
তুফায়েল খান সায়েক;
*_সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক_*
ইফতেখার এলিন

*_দপ্তর সম্পাদক_*
আব্দুল আজিম শাওন
*সহ-দপ্তর সম্পাদক*
রায়হান আহমেদ

*_ক্রীড়া সম্পাদক_*
সাইদুর রহমান
*সহ-ক্রীড়া সম্পাদক*
মাহিউল ইসলাম মাহি

*ধর্ম বিষয়ক সম্পাদক*
মৌল্লানা আসাদ খান
*সহ-ধর্ম বিষয়ক সম্পাদক*
নিজাম উদ্দীন

*_সম্মানিত সদস্যবৃন্দ_*
১. আব্দুর রকিব
২. জালালুল ইসলাম (জালাল)
৩. মন্তাজ আলী
৪. মিসবাহুল হক
৫. এমরান খান (সাইস্তা)
৬. মনির পারভেজ
৭. মুকুল ইসলাম
৮. তরিকুল ইসলাম (শাহিনুর)
৯. জয়নুল ইসলাম (তুহিনূর)
১০. মনসুর উদ্দীন শামীম
১১. খুর্শেদ খান
১২. আলী আকবর সুমিম
১৩. আজারুল ইসলাম (আজহার)
১৪. উসমান খান
১৫. সাহেদ খান
১৬. রেজাউল করিম (রাজু)
১৭. মুজাহিদ সুমন
১৮. সামিহুল ইসলাম (সামি)
১৯. মিনহাজ খান
২০. রেজাউল হাসান খান (রামি)

উল্লেখ্য সভার প্রারম্ভে উপস্থিত সদস্যরা একই রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এই ভ্যানুর সার্বিক দায়িত্বে ছিলেন আমাদের প্রাক্তন সভাপতি জালালুল ইসলাম। বরাবরের মতো সংঠনের সদস্যরা শতশত মাইল দূর থেকে হৃদয়ের টানে এসে জড়ো হন। সভায় বক্তব্য রাখেন জালালুল ইসলাম, মন্তাজ আলী, মিসবাউল হক, সেলিম মিয়া, সারওয়ার খান, তারিকুল ইসলাম (শাহিনূর), জয়নুল ইসলাম (তুহিনূর), মো. ফয়জুল ইসলাম (ফয়েজনূর), মনসুর উদ্দিন শামীম, শোয়েব আহমেদ, মোঃ রফিক মিয়া মেম্বার, আলী আকবর (শুমিম), আজহারুল ইসলাম (আজহার), উসমান খান, মকসুদুল মুমিন রুমেন, রাশেদ খান, ফখরুজ্জামান ইমরান, আল-আমীন, তোফায়েল খান সায়েক এবং আব্দুল আজিম শাওন প্রমূখ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর

গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে'র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

এক উৎসবমূখর পরিবেশে গত মঙ্গলবার ২১শে অক্টোবর ২০২৫ইং রবিবার বিকেলে লেস্টার শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের প্রথম পর্ব এজিএম আমাদের বিদায়ী সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক রেজাউল করিম (রাজু)’র পরিচালনায় মৌলানা আসাদ খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি আব্দুর রকিব। তিনি বক্তব্যে ঐতিহ্যবাহী গোপশহর গ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন এবং আসন্ন নতুন কমিটিকে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারপর বিদায়ী সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বিগত দুই বছরের সংগঠনের কার্যক্রমের রিপোর্ট তুলে ধরেন এবং সভায় উপস্থিত সাধারণ সদস্যদের সাথে প্রশ্নোত্তর পর্ব শেষে রিপোর্টটি সবসম্মতিক্রমে গৃহীত হয়। বিদায়ী সহ কোষাধক্ষ্য মোজাহিদ সুমন গত দুই বছরের আর্থিক বিবরণী তুলে ধরেন এবং সভায় উপস্থিত সাধারণ সদস্যদের সাথে প্রশ্নোত্তর পর্ব শেষে রিপোর্টটি সবসম্মতিক্রমে গৃহীত হয়। পরিশেষে সভাপতির ধন্যবাদ বক্তব্য এবং বর্তমান কার্যকরী কমিটির আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণার মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘটে।

দ্বিতীয় পর্ব ছিলো আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী পরিষদ নির্বাচন। উপস্থিত সকল সদস্যরা সর্বসম্মতিক্রমে জালালুল ইসলাম, মন্তাজ আলী এবং আব্দুর রাকিবকে তিন সদস্য বিশিষ্ট ইলেকশন কমিশনার নিয়োগ করেন এবং তাঁদের উপর অর্পিত এ গুরুদায়িত্বটি তাঁরা অত্যন্ত আস্থা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে পরিচালনা করে আগামী দুই বছরের জন্য সারওয়ার খানকে সভাপতি, মোঃ ফয়জুল ইসলাম (ফয়েজনূর)কে সাধারণ সম্পাদক ও ফখরুজ্জামান ইরানকে কোষাধ্যক্ষ করে ৩৯ সদস্য বিশিষ্ট এক কার্যকরী কমিটির তালিকা ঘোষণা করেন যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তা নিম্নরূপঃ

*_সভাপতি_*
মোঃ সারোয়ার খান

*_সহ-সভাপতি_*
মোঃ রফিক মিয়া (মেম্বার) এবং
মোঃ শোয়েব আহমেদ

*_সাধারণ সম্পাদক_*
মোঃ ফয়জুল ইসলাম (ফয়েজনুর)

*_সহ-সাধারণ সম্পাদক_*
মকসুদুল মোমিন রুমেন
দুলাল উদ্দিন

*_অর্থ সম্পাদক_*
ফখরুজ্জামান ইমরান
*_সহ-অর্থ সম্পাদক_*
আল-আমিন

*_সাংগঠনিক সম্পাদক_*
রাশেদ খান
*_সহ সাংগঠনিক সম্পাদক_*
শিবলী আহমেদ

*_মহিলা বিষয়ক সম্পাদক_*
হাফসা নূর

*_প্রচার ও প্রকাশনা সম্পাদক_*
তুফায়েল খান সায়েক;
*_সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক_*
ইফতেখার এলিন

*_দপ্তর সম্পাদক_*
আব্দুল আজিম শাওন
*সহ-দপ্তর সম্পাদক*
রায়হান আহমেদ

*_ক্রীড়া সম্পাদক_*
সাইদুর রহমান
*সহ-ক্রীড়া সম্পাদক*
মাহিউল ইসলাম মাহি

*ধর্ম বিষয়ক সম্পাদক*
মৌল্লানা আসাদ খান
*সহ-ধর্ম বিষয়ক সম্পাদক*
নিজাম উদ্দীন

*_সম্মানিত সদস্যবৃন্দ_*
১. আব্দুর রকিব
২. জালালুল ইসলাম (জালাল)
৩. মন্তাজ আলী
৪. মিসবাহুল হক
৫. এমরান খান (সাইস্তা)
৬. মনির পারভেজ
৭. মুকুল ইসলাম
৮. তরিকুল ইসলাম (শাহিনুর)
৯. জয়নুল ইসলাম (তুহিনূর)
১০. মনসুর উদ্দীন শামীম
১১. খুর্শেদ খান
১২. আলী আকবর সুমিম
১৩. আজারুল ইসলাম (আজহার)
১৪. উসমান খান
১৫. সাহেদ খান
১৬. রেজাউল করিম (রাজু)
১৭. মুজাহিদ সুমন
১৮. সামিহুল ইসলাম (সামি)
১৯. মিনহাজ খান
২০. রেজাউল হাসান খান (রামি)

উল্লেখ্য সভার প্রারম্ভে উপস্থিত সদস্যরা একই রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এই ভ্যানুর সার্বিক দায়িত্বে ছিলেন আমাদের প্রাক্তন সভাপতি জালালুল ইসলাম। বরাবরের মতো সংঠনের সদস্যরা শতশত মাইল দূর থেকে হৃদয়ের টানে এসে জড়ো হন। সভায় বক্তব্য রাখেন জালালুল ইসলাম, মন্তাজ আলী, মিসবাউল হক, সেলিম মিয়া, সারওয়ার খান, তারিকুল ইসলাম (শাহিনূর), জয়নুল ইসলাম (তুহিনূর), মো. ফয়জুল ইসলাম (ফয়েজনূর), মনসুর উদ্দিন শামীম, শোয়েব আহমেদ, মোঃ রফিক মিয়া মেম্বার, আলী আকবর (শুমিম), আজহারুল ইসলাম (আজহার), উসমান খান, মকসুদুল মুমিন রুমেন, রাশেদ খান, ফখরুজ্জামান ইমরান, আল-আমীন, তোফায়েল খান সায়েক এবং আব্দুল আজিম শাওন প্রমূখ।