শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরীর পক্ষ থেকে শারদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনভর বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন মন্দিরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব বস্ত্র বিতরণ করা হয়। এসময় বিয়ানীবাজার উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী জনতা উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দেউলগ্রাম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল। উপজেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি রনজিত দাস ঝুনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রজত চক্রবর্তী, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক লিটন আহমদ ও বিএনপি নেতা এমদাদুল হক চৌধুরী শাহীন।
বিয়ানীবাজার দাসগ্রাম শ্রী শ্রী কালিচাদ মন্দিরে বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- মন্দিরের পুজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ বৈদ্য, অর্থ সম্পাদক সঞ্জয় পাল, বাসুদেব সেবক সংঘের সাধারণ সম্পাদক অমিতাভ পাল চৌধুরী ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর।
শারদ বস্ত্র বিতরণকালে বক্তাগণ বলেন, বিভিন্ন ধর্মের থাকলেও আমাদের সকলের বড় পরিচয় আমরা বাংলাদেশী। আমাদের দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। হিন্দু ধর্মবলম্বীগণ যাতে নির্বিঘ্নে পুজা উদযাপন করতে পারেন সেদিকে প্রশাসনসহ সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের ব্যস্ততার কারণে সিলেট-৬ আসনের আগামী দিনের কাণ্ডারী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী আজ উপস্থিত থাকতে পারেন নি। তবে তিনি সকলের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।
সংবাদ শিরোনাম ::
বিয়ানীবাজারে বিভিন্ন মন্দিরে ড. এনামুল হক চৌধুরীর পক্ষ থেকে শারদ বস্ত্র বিতরণ
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- 16
ট্যাগস :