মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুর উপজেলার চারা ভাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী অসিম কুমার নাগের বিরুদ্ধে পর্নোগ্রাফি এবং চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এফআইআর নথিভুক্ত হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মাধবপুর থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত অসিম কুমার নাগের বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ড ও অফিস-সংলগ্ন এলাকা থেকে মালামাল চুরির অভিযোগ উঠে। পরে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ টিম অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছেন।
এছাড়া আসামীকে সহযোগিতা করতে সাব-রেজিস্ট্রার মাসুদ রানা প্রতিনিয়ত তার বাবার সাথে গোপন বৈঠক করেন। বর্তমানে আসামী হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিয়ে আবারও কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা
-
মোহাম্মদ মহিউদ্দিন - আপডেট সময় : ০৮:১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ









