আইএসের নিষ্ঠুরতার বলি মসুলের ২,০৭০ নিরীহ বাসিন্দা
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:৩৮,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৮১ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
গত বছর ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলে দখল প্রতিষ্ঠা করে বিশ্বের শীর্ষ কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এরপর থেকেই শুরু হয় নৃশংস হত্যাযজ্ঞ। একের পর এক হামলায় মসুল হয়ে ওঠে বিভীষিকাময় প্রান্তর। রক্তের দাগ শহরের প্রতিটি দেয়ালে, ঘরের মেঝেতে, পিচে মোড়ানো রাস্তায়, অলিতে-গলিতে, বাজার, বাস স্ট্যান্ড, মসজিদে। শহরটি এবং এর আশপাশে এ পর্যন্ত ২,০৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, পুরো নিনেভেহ প্রদেশজুড়ে আইএসের এ নির্বিচার হত্যাযজ্ঞ পরিচালিত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিনেভেহ প্রদেশের রাজধানী মসুল। পার্লামেন্টের স্পীকার সালিম আল-জুবারি নিরীহ ২ হাজারেরও বেশি বাসিন্দার আইএস জঙ্গিদের হাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৪ সালের ১০ই জুন গুরুত্বপূর্ণ শহর মসুলের দখল নেয় আইএস। নিহত ২ হাজার ৭০ জনের নাম অন্তর্ভুক্ত করে একটি তালিকা তৈরি করেছে জঙ্গি সংগঠনটি। মসুলের কয়েক বাসিন্দা জানান, স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি শাখার ভবনের দেয়ালে কয়েকটি তালিকা সেঁটেও দেয়া হয়েছে। আইএস পূর্ণ তালিকাটি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের প্রতি নিহতদের মৃত্যু সনদ সরবরাহের নির্দেশ দিয়েছে। মন্ত্রনালয়ের ফরেনসিক বিভাগের একটি সূত্র জানিয়েছে, নিহতদের নামের তালিকা তাদের তাদের হাতে এসেছে। সূত্রে বলা হয়েছে, তালিকায় যাদের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে ‘ইসলামকে বিকৃত করে উপস্থাপনের’ অভিযোগ এনেছিল আইএস।