ভারতে চোখ-বাঁধা এক মুসলিমকে পথচারীদের উষ্ণ আলিঙ্গন
প্রকাশিত হয়েছে : ৯:০১:২৭,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৭২ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ভারতের ব্যস্ততম শহর মুম্বইয়ের চৌপাত্তি এলাকায় ব্যতিক্রমী এক ঘটনা পথচারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। গত বৃহস্পতিবার মাথায় টুপি পরা ও শ্মশ্রুম-িত মাজিম মিল্লা নামে এক মুসলমান ভদ্রলোক চোখ বেঁধে দাড়িয়ে ছিলেন। পাশে রাখা একটি প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডটিতে তার স্বাক্ষরও রয়েছে। তাতে লেখা, আমি মুসলমান এবং আমি আপনাদের ওপর আস্থা রাখি। আপনারাও কি আমাকে আলিঙ্গনে জড়ানোর মতো ভরসা করতে পারেন? এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এ সময় কোন কোন পথচারী মাজিমকে আলিঙ্গন করেন। কেউ কেউ একটু দ্বিধাগ্রস্ত হয়ে যান। তারা বুঝে উঠতে পারছিলেন না, কি করা উচিত। তাই নীরবেই দাঁড়িয়ে থাকেন এবং একদৃষ্টে তাকিয়ে থাকেন তার দিকে। অনেকেই ওই ব্যক্তির ছবি তুলতে থাকেন। কেউ কেউ তার সঙ্গে কথা বলেন। মাজিম মিল্লা বলছিলেন, মানুষের প্রতিক্রিয়া যাচাই করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগে কানাডায় এক মুসলমান একই ধরনের একটি পরীক্ষা চালিয়েছিলেন। সুইডেনের স্টকহোম এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও এভাবে ভালোবাসা ও সৌহার্দ্যরে উষ্ণ বার্তা ছড়িয়ে দিয়েছিলেন কয়েক মুসলিম। তবে ভারতে এ ধরনের ঘটনা এটাই প্রথম। এর আগে বলিউডে শাহরুখ খান অভিনীত ‘মাই নেইম ইজ খান’ চলচ্চিত্রের একটি বিশেষ সংলাপ ছিল: ‘আই অ্যাম আ মুসলিম অ্যান্ড আই অ্যাম নট আ টেরোরিস্ট’ অর্থাৎ ‘আমি একজন মুলমান এবং আমি সন্ত্রাসী নই’। এই সংলাপটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ভারতজুড়ে। তবে এবার বাস্তবেই সে ধরনের কাজ করলেন মাজিম মিল্লা নামের মুসলমান ওই ব্যক্তি।