ব্লগার নিলয় হত্যা: জাতিসংঘের নিন্দা
প্রকাশিত হয়েছে : ৯:২৫:৩৫,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৫০৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডকে আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে সংঘটিত বর্বর অপরাধ ও সহিষ্ণুতার ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়ে এ হত্যায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশী খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রাতে পাঠানো বিবৃতিতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস এ নিন্দা জানান।
বিবৃতিতে সব ব্লগারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে ও নিলয় হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে জাতিসংঘ।
রবার্ট ওয়াটকিনস বলেন, নাগরিকদের সুরক্ষায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড রোধে সমাজের সর্বস্তর থেকে জোর নিন্দা অব্যাহত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশকারী মানুষের প্রতি অসহিষ্ণুতা আপাতদৃষ্টিতে বেড়ে যাচ্ছে। এ রকম সতর্কতা এর আগেই বিবৃতির মাধ্যমে জাতিসংঘ বলেছিল।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে জুমার নামাজের আজানের কিছুক্ষণ পর খিলগাঁওয়ের উত্তর গোড়ানে বাসায় ঢুকে নিলয় নীলকে (৪০) হত্যা করে দুর্বৃত্তরা। নিলয় নীল গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি ফেসবুক ও ব্লগে নিলয় নীল নামে লেখালেখি করতেন।