ল্যাজিওকে হারিয়ে সুপারকোপা জুভেন্টাসের
প্রকাশিত হয়েছে : ৯:২৯:৪৪,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৬০ বার পঠিত
স্পোর্টস ডেস্ক,
ইতালিয়ান সুপার কাপ শিরোপাও উঠলো জুভেন্টাস তারকাদের হাতে। সর্বশেষ সিরি আ’ লীগ ও ইতালিয়ান কাপের শিরোপাজযী জুভেন্টাস শনিবার সুপার কোপা দ্বৈরথে ২-০ গোলে জয় কুড়ায় ল্যাজিওর বিপক্ষে। এতে জুভেন্টাসের জয়ের নায়ক দুই নতুন রিক্রুট মারিও মানজুকিচ ও পাওলো দিবালা । ৬৮ মিনিটে গোল আদায় করেন জুভেন্টাসের ক্রোয়াট স্ট্রাইকার মানজুকিচ। গত তিন মওসুমের সফল স্ট্রাইকার কার্লোস তেভেজ এবার জুভেন্টাস ছেড়ে পাড়ি দিয়েছেন নিজ দেশ আর্জেন্টিনায়। তবে জুভেন্টাসের জার্সি গায়ে অভিষেকে আলো ছড়ালেন আরেক আর্জেন্টাইন ফুটবলার দিবালা। ম্যাচের ৭২তম মিনিটে জুভেন্টাসের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড ।