ইনিংস জয়ে সিরিজ ইংল্যান্ডের
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:৪৭,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৮৩ বার পঠিত
স্পোর্টস ডেস্ক,
রাত শেষে অস্ট্রেলিয়ার হাতে ছিল তিন উইকেট। আর এ নিয়ে তারা প্রতিরোধ দেখালো মাত্র ৩৫ মিনিট। এবারের অ্যাশেজ সিরিজ জয় নিশ্চিত করলো ইংলিশরা। নটিংহ্যাম টেস্টে ইংল্যান্ড জয় কুড়ালো ইনিংস ও ৭৮ রানে। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্ট শেষে ইংল্যান্ড এগিয়ে রইলো ৩-১এ। নিজ মাটিতে এ নিয়ে টানা চার অ্যাশেজ সিরিজ জিতলো ইংলিশরা। ট্রেন্ট ব্রিজ টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামলো ২৫৩ রানে। এতে ব্যক্তিগত ৫১ রানে অপরাজিত থাকেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস। শনিবার তৃতীয় দিনের শুরুতেই উইকেট খোয়ালো অস্ট্রেলিয়া। ইংলিশ পেসার বেন স্টোকসের শিকার স্টার্ক আউট হন ব্যক্তিগত শূন্য রানে। নটিংহ্যামে আগের দিনের ২৪১/৭ সংগ্রহ নিয়ে শনিবার সকালে অস্ট্রেলিয়ার প্রতিরোধ টেকে মাত্র ৩.৪ ওভার। দলীয় সংগ্রহে এক রান যোগ হতেই উইকেট খোয়ান মিচেল স্টার্ক। দুই ওভার ফুরাতেই মার্ক উডের পেসে ‘০‘ রানে সরাসরি বোল্ডআউট জশ হ্যাজেলউড। চলতি অ্যাশেজে এবার অজি ব্যাটসম্যানদের যম হয়ে উঠলো বেন স্টোকসের পেস ও সুইং। আগের টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন জেমস অ্যান্ডারসন। ম্যাচজয়ী দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার স্টিভেন ফিনের। চলতি টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেট পান স্টুয়ার্ট ব্রড। আর দ্বিতীয় ইনিংসে এবার ৬ উইকেট নিলেন বেন স্টোকস। ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে ৬০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ৩৯১/৯ সংগ্রহ নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে ইতিমধ্যে ২-১এ এগিয়ে ইংলিশরা।