এইচএসসি ও সমমানে ফল বিপর্যয়ঃ কমেছে পাসের হার ও জিপিএ-৫
প্রকাশিত হয়েছে : ১১:১৪:২২,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ৫৩৮ বার পঠিত
ডেস্ক রিপোর্টঃ
চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবার পাসের হার ৬৯.৬০। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, হরতাল-অবরোধের কারণে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। রোববার সকালে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের কপি হস্তান্তরের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল ৭০ হাজার ৬০২ জন। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১০টি শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এবার পাসের হার কমে যাওয়া বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষার্থীরা বাড়তি ক্লাস তো দূরে থাক অনেক সময় নিয়মিত ক্লাসও করতে পারেনি। তাই ফলাফলে এর প্রভাব পড়েছে। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৬১ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। ১ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে চলে ১১ জুন পর্যন্ত। এইচএসসি ও সমমান পরীক্ষায় এবছর ৬৯দশমিক ৬০শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এরমধ্যে রাজশাহী শিক্ষাবোর্ডে ৭৭.৫৪শতাংশ, ঢাকায় ৬৮.১৬শতাংশ, কুমিল্লায় ৫৯.৮০শতাংশ, যশোরে ৪৬.৪৫শতাংশ, চট্টগ্রামে ৬৩.৪৯শতাংশ, সিলেটে ৭৪শতাংশ, দিনাজপুরে ৭০.৪৩শতাংশ, বরিশালে ৭০.০৬শতাংশ, কারিগরী শিক্ষাবোর্ডে ৮৫.৫৮শতাংশ ও মাদ্রাসা বোর্ডে ৯০.১৯শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে মোট ৪২হাজার ৮৯৪জন। আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসির ফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা সচিব ও শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা এসময় উপস্থিত ছিলেন। দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd), নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও যে কোনো মোবাইল থেকে এসএমএস করে ফল জানতে পারবেন। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৬১ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। ১লা এপ্রিল শুরু হয়ে ১১ই জুন পর্যন্ত লিখিত পরীক্ষা চলে। এরপর ১৩ থেকে ২২শে জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।