মৌসুমী হামিদের বাজিমাত
প্রকাশিত হয়েছে : ১১:৪২:২৬,অপরাহ্ন ১০ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৫১ বার পঠিত
বড় পর্দায় প্রথম ছবিতেই বাজিমাত করলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদ। ছোট পর্দায় নায়িকারা বড় পর্দায় পারেন না, এমন অভিযোগ যখন চিরায়ত সত্য প্রমাণ হতে যাচ্ছিল ঠিক তখনই মৌসুমী হামিদ প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্ল্যাকমানি’ দিয়ে তা মিথ্যা প্রমাণ করেছেন। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবিটি মুক্তির প্রথমদিন থেকেই সুপারহিট ব্যবসার রায় পেয়ে গেছে। সেই সঙ্গে মৌসুমী হামিদও প্রথম ছবিতেই সাফল্যের মুখ দেখলেন। ছবির গল্প এবং চরিত্রানুযায়ী তার অভিনয় এবং গ্ল্যামার দর্শকদের মন জয় করেছে। নাচ-গানেও তার পারফরম্যান্স ছিল প্রাণবন্ত। মৌসুমী হামিদ ছবি মুক্তির প্রথম দিনই অভিসার, সনি ও এশিয়া প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে ছবিটি দেখেছেন। তাদের সরাসরি প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন। দর্শকদের উচ্ছ্বাসের জোয়ারে ভেসে যাওয়ার অনুভূতিও লাভ করেছেন। প্রথম ছবির বড় সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মৌসুমী হামিদ বলেন, আমি যখন ‘ব্ল্যাকমানি’ ছবির গল্প শুনি, আমার চরিত্রের গভীরতা বুঝতে পারি, ঠিক তখনই সিদ্ধান্ত নিই ছবিটি আমি করবো। কারণ, নিজের প্রতি আমার বিশ্বাস ছিল। যদি আমি চরিত্রটি ফুটিয়ে তুলতে পারি তাহলে অবশ্যই সফল হবো। প্রেক্ষাগৃহে গিয়ে সরাসরি দর্শকদের উচ্ছ্বাস আর ভালবাসা দেখে আমি অভিভূত হয়ে পড়ি। এটা আমার জীবনে নতুন এক অভিজ্ঞতা। বড় পর্দায় দর্শক আমাকে মনেপ্রাণে গ্রহণ করেছে দেখে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সেই সঙ্গে অনুপ্রাণিত যে, ভবিষ্যতে আমি আরও ভাল করতে পারবো। ‘ব্ল্যাকমানি’র সাফল্যের রেশ ধরে আগামীতে আসছে ‘ব্ল্যাকমেইল’ এবং
‘ক্যাপ্টেন’। আমার বিশ্বাস এ দুটি ছবিও সাফল্য পাবে এবং আমি চলচ্চিত্রেও আমার শক্ত একটা অবস্থান গড়ে তুলতে পারবো।