বাইশ গজে বড় মোদীকে গুগলি কংগ্রেসের
প্রকাশিত হয়েছে : ৬:০৯:২৩,অপরাহ্ন ১১ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৪৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ক্রিকেট দুর্নীতির পিচে দুই প্রান্তে দুই মোদীকে দাঁড় করিয়ে এ বার গুগলি ছুড়ল কংগ্রেস! তাদের দাবি, নরেন্দ্র মোদী ও ললিত মোদী পরস্পরের ঘনিষ্ঠ শুধু নন, বাইশ গজে দুর্নীতির খেলায় তাঁরা একই টিমে জুটি বেঁধে ব্যাট করেছেন এক সময়। এবং সেই কারণেই বসুন্ধরা রাজে বা সুষমা স্বরাজের ইস্তফার দাবি নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন প্রধানমন্ত্রী। সংসদের কাজকর্ম চলতে না দেওয়ার জন্য কার্যত প্রথম থেকেই মোদী সরকারকে দায়ী করে আসছে কংগ্রেস। আজ খোদ নরেন্দ্র মোদীকেই ক্রিকেট-দুর্নীতির অভিযোগে গাঁথতে চাইল তাঁরা। এবং এর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নামও এই প্রথম জড়াতে চেয়েছে কংগ্রেস।
সনিয়া ও রাহুল গাঁধী বুঝতে পারছেন, লোকসভা অচল রাখার জন্য পাল্টা চাপ তৈরি হচ্ছে তাঁদের বিরুদ্ধে। পণ্য পরিষেবা কর (জিএসটি) বিলটি কাল রাজ্যসভার আলোচ্যসূচিতে রেখে সরকার শিল্প-বণিকমহলকে বার্তা দিয়েছে, জিএসটি বিলের জন্য দরকারে যৌথ অধিবেশন ডাকার কথাও ভাবছে সরকার। কারণ তারা সংস্কার চায়। কংগ্রেসই সংসদ অচল রেখে সংস্কারের পথ আটকাচ্ছে। কংগ্রেসই এক সময় পণ্য পরিষেবা কর (জিএসটি) চালু করতে বিল এনেছিল। এখন তারাই লোকসভায় পাশ হওয়া বিলটির পথ আটকে রেখেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এ নিয়ে আজও একদফা তুলোধোনা করেছেন কংগ্রেস নেতৃত্বকে। আগামিকাল সনিয়া গাঁধীর বাড়ির সামনে গিয়ে বিজেপি কর্মীরা জিএসটি বিলের পথ আটকে রাখার জন্য তাঁর জবাবদিহি চাইবেন।