‘সংবিধান কোন পাথরে খোদাই করা দলিল নয়’
প্রকাশিত হয়েছে : ৬:২১:৫০,অপরাহ্ন ১১ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৬৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
বাংলাদেশে একটি পূর্ণ ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার দাবি করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সর্বপ্রথম প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন তারা। আজ রাজধানীর ব্রাক সেন্টার ইন-এ ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ আয়োজিত এক গোলটেবিল বৈঠক থেকে তারা এ আহ্বান জানান। গোলটেবিল বৈঠকে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, সংবিধান কোন পাথরে খোদাই করা দলিল নয়। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলোকে প্রাসঙ্গিক ও জনগণের প্রয়োজন মেটানোর স্বার্থে পর্যালোচনা করা আবশ্যক। কালের পরীক্ষায় বাংলাদেশের সংবিধান উত্তীর্ণ হলেও গত কয়েক দশকের অনেকগুলো রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ক্ষমতার নিয়ন্ত্রণ ও বিভাজনের কার্যকারিতা সম্পর্কে নানা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদার সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, রাশেদা কে চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর, ব্রাক ইনস্টিটিউট অব গর্ভনেন্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর উপদেষ্টা ব্যারিস্টার মনজুর হাসান, মিডিয়া ব্যক্তিত্ব ড. মুহাম্মদ জাহাঙ্গীর, সাংবাদিক মিজানুর রহমান খান প্রমুখ।