বালোতেলির মাথায় ভুত!
প্রকাশিত হয়েছে : ৬:৪০:৪৫,অপরাহ্ন ১১ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪১৩ বার পঠিত
খেলাধুলা প্রতিনিধি,
মারিও বালোতেলির মাথায় ভূত সওয়ার বলে মনে করেন পাওলো ডি ক্যানিও। আর এই ভুত তাড়াতে না পারলে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন ইতালির সাবেক এ ফরোয়ার্ড। বালোতেলির হাবভাব দেখে একজন ফুটবলার নয়, বরং সেলিব্রেটি হওয়ার আকাক্সক্ষায় দেখেন তিনি। ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, এসি মিলান ঘুরে ইতালির এ সম্ভাবনাময় স্ট্রাইকার এখন লিভারপুলে। গত মওসুমে ১৬ মিলিয়ন পাউন্ডে এসি মিলান থেকে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি। কিন্তু বরাবরের মতো এখানে প্রতিভার সৎ ব্যবহার করতে পারছেন না বালোতেলি। তার ভবিষ্যত নিয়ে এখন ধোয়াশা। ইন্টার মিলানের থাকাকালে কোচ হোসে মরিনহো ও ম্যানসিটিতে থাকাকালে রবার্তো ডি মাত্তেও তার প্রতিভা ধরতে পারেন। কিন্তু তার একগুয়ে আচরণের কারণে কেউই তার সেরাটা বের করে আনতে পারেন নি। বালোতেলির বয়স ২৫ ছুঁইছুঁই। এখনই নিজেকে শুধরাতে না পারলে ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে যাবে বলে মনে করেন ডি ক্যানিও। বলেন, ‘ভাল এবং খারাপ- দুই সময়ই একজন খেলোয়াড়কে ধৈর্য ধরতে হয়। বালোতেলি কোনো সময়ই সেটা করতে পারেনি। অনেক কোচ তাকে পরিবর্তন করা চেষ্টা করেছে, কিন্তু কেউই পারেনি। ম্যানসিটিতে মানচিনি তার বাবার মতো ছিল। কিন্তু সে তার কথাও শোনেনি। ইন্টার মিলানে থাকাকালে মরিনহো তাকে চিনেছিল। মরিনহো প্রতিভা খুব সহজেই ধরতে পারে। কিন্তু সেও বালোতেলিকে পরিবর্তন করতে পারেনি। এখন তার বয়স ২৫ বছরের কাছাকাছি। নিজেকে অবশ্যই শুধরাতে হবে। মূলত, সে কারও কাছ থেকে সাহায্য নিতে পারে না।’ ডি ক্যানিও আরও বলেন, ‘শারীরিকভাবে দারুণ ফিট বালোতেলি। একজন ফুটবলারের যা প্রয়োজন সব তার ভেতে আছে। কিন্তু তার মাথায় ভুত। এই ভুত মাথা থেকে নামাতে না পারলে সে কখনও প্রতিভা বিকাশ করতে পারবে না। তার জীবনের সব কাজ ফুটবলার নয়, বরং সেলিব্রেটি হওয়ার জন্য করেছে বলে মনে হয়।’