ফের সেরেনার হট ফটো-শুট
প্রকাশিত হয়েছে : ৬:৪২:৪৭,অপরাহ্ন ১১ আগস্ট ২০১৫ | সংবাদটি ৫৬১ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
ফের হট ফটো-শুটে অংশ নিয়ে আলাচনায় ঝড় তুললেন সেরেনা উইলিয়ামস। আগেও তিনি এমনফ টো-শুটে করেছেন। তবে এবার তার হট ফটো জায়গা করে নিয়েছে নিউইয়র্ক পত্রিকার প্রচ্ছদে। সোমবার পত্রিকার সর্বশেষ সংখাটি প্রকাশিত হয়েছে। প্রচ্ছদে জায়গা পেয়েছে টেনিস তারকা সেরেনার পেশিবহুল শরীরের নমনীয় রূপ। কালো কাপড় পরে জিমন্যাস্টিকদের মতো দুই দিকে পা ফাঁক করে শূন্যের ওপর তোলা ছবিটি দৃষ্টি কেড়েছে সবার। সেখানে তিনি নিজের শরীরের মনীয়তা দেখিয়েছেন। এছাড়া কালো কাপড় পরে মডেলের ভঙ্গিতে তোলা আরও ছবি পত্রিকায় জায়গা করে নিয়েছে। টেনিসের বাইরে নিজেকে মেলে ধরার জন্য নিজের হট ফটো শুট প্রসঙ্গে সেরেনা বলেন, ‘আমি অনেক শিরোপা জিতেছি। অনেক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। আমি সব শিরোপা জিতব-এমন ভাবি না। সব শিরোপার দরকারও নেই। আমি ফ্যাশন ডিজাইন অনেক পছন্দ করি। এক সময় ফ্যাশন ডিজাইনার হতে চাইতাম। কিন্তু পুরোপুরি হতে পারিনি। তবে সেটা প্রকাশ করার সুযোগ পেলে আামি হাতছাড়া করি না।’