আশরাফুলের হবু স্ত্রীর ফিগার নিয়ে একি বললেন আলোচিত নায়িকা হ্যাপি
প্রকাশিত হয়েছে : ৪:৫০:২৩,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪০৪ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
গত জুলাই মাসেই জানা গিয়েছিল বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে বর্তমানে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তবে, তখনও বিয়ের চুড়ান্ত দিনক্ষণ জানা যায়নি। এবার সেটাও জানা হয়ে গেলো।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অপেশাদার ক্রিকেট টুর্নামেন্ট ডাইভার্সিটি কাপে খেলেছেন মোহাম্মদ আশরাফুল। সেখান থেকে টরেন্টোতে গিয়েছিলেন বাংলা টাউন ড্যানফোর্থে প্রবাসী বাংলাদেশিদের অতিথি হয়ে। সেখানেই প্রবাসী সাংবাদিকদের সাথে এক আলাপচারীতায় ঢাকার কিছু পত্রিকার বিরুদ্ধে তার বিয়ের দিন-তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর আক্ষেপ ঝেড়েছিলেন।
এরপর নিজেই প্রবাসী সাংবাদিকদের কাছে বিয়ের সঠিক তারিখ জানান আশরাফুল। এ বছরের ১১ ডিসেম্বর বিয়ে করছেন তিনি। বৌভাত হবে ১২ ডিসেম্বর। কনে তাসলিমা আনিসা অর্চি ঢাকায় বিবিএ পড়ছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।
এদিকে, গত কয়েকদিন ধরে প্রচারের আলো থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন বিতর্কিত-সমালোচিত চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি। ফেসবুকে খুব বেশি আপডেট না থাকলেও আবারো আলোচনায় আসতে বিদেশে অবস্থানরাত হ্যাপি তার ঘনিষ্ঠ এক বান্ধবীর সঙ্গে স্কাইপির মাধ্যমে কথোপকথনে বিতর্কিত মন্তব্য করছেন। এবার তার মন্তব্যের শিকার হয়েছেন বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুলের হবু স্ত্রী আনিসা অর্চি। এত মোটা মেয়েকে আশরাফুল ভাই কেমনে বিয়ে করছেন এমন প্রশ্নও নাকি করেছেন সুমিয়া বিনতে নামের হ্যাপির ঐ বান্ধবীর কাছে।
এ বিষয়ে হ্যাপিকে স্কাইপি এবং ফেসবুকে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোন সাড়া দেননি।