‘আদালতের রায়ে নির্বাচনের প্রয়োজনীয়তা প্রকাশ পেয়েছে’
প্রকাশিত হয়েছে : ১০:২৯:২১,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৩৯ বার পঠিত
দেশে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন রয়েছে সেটা উচ্চ আদালতের রায়ে প্রকাশ পেয়ে বলে মন্তব্য করেছে বিএনপি। একইসঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে উচ্চ আদালতের ফর্মুলাকে বাস্তবভিত্তিক নয় বলে দাবি করেছে দলটি। আজ বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন। তিনি বলেন, উচ্চ আদালত থেকে নির্বাচনকালীন সরকার নিয়ে দুটি ফর্মুলা দিয়েছে। আদালতের ওই ফর্মুলা বাস্তবভিত্তিক নয়। তবে দেশে যে একটি রাজনৈতিক সঙ্কট বিরাজ করছে এবং সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে সেটা ওই রায়ে প্রকাশ পেয়েছে। আমরা আশা করবো সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করবে। একই সঙ্গে সমাধানের উদ্যোগ নেবে। বিএনপির এই মুখপাত্র বলেন, দেশে বর্তমানে বিরোধী দলের কোন রাজনৈতিক কর্মসূচি চলছে না। অনেকেই বলার চেষ্টা করেন বিরোধী দলের অবরোধ কর্মসূচি এখনও অব্যাহত আছে। খালেদা জিয়া ইতিপূর্বে নিজেই বলেছেন, দেশে বিরোধী দলের কোন রাজনৈতিক কর্মসূচি চলছে না। বিএনপি সাংগঠনিক পুনর্গঠন নিয়ে ব্যস্ত রয়েছে। সরকার ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়েছে মন্তব্য করে ড. রিপন বলেন, বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি না চললেও সরকারের অবস্থা খুব একটা ভাল নয়। সরকার ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে। তারা ভেতরে ভেতরে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে। শাসক দলের অন্তর্কোন্দলে প্রতিদিনই নিজেদের নেতাকর্মী মরছে। এ পর্যন্ত প্রায় সাত শতাধিক নেতাকর্মী খুনের শিকার হয়েছেন। দেশের সর্বত্র খাই খাই অবস্থা বিরাজ করছে, যা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই স্বীকার করেছেন।