ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ধংসাবশেষ পাওয়া গেছে
প্রকাশিত হয়েছে : ৯:০২:৫৭,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৩৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
৫৪ আরোহী সহ নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার বিমানটির ধংসাবশেষের খোঁজ মিলেছে। কর্মকর্তারা জানিয়েছেন প্রত্যন্ত পশ্চিম পাপুয়া এলাকায় ধংসাবাশেষ দেখা গেছে। গতকাল স্থানীয় সময় দুপুর ২:৫৫ মিনিটে ত্রিগানা এয়ারের ফ্লাইটটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাদেশিক রাজধানী জয়পুরা থেকে বিমানটি ওকসিবিলে যাচ্ছিল। ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, বিনটাং পাহাড়ি অঞ্চলের স্থানীয়রা বিমানটি খুজে পেয়েছেন। এরপর উদ্ধারকারী বিমানও ধংসাবশেষের অবস্থান শনাক্ত করেছে। ইন্দোনেশিয়ার পোস্টাল অফিস বিবিসিকে জানিয়েছেন, পাপুয়ার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র গ্রামবাসীদের জন্য বিমানটিতে করে প্রায় ৫ লাখ ডলার নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় মূদ্রায় যার অঙ্ক ৬৫০ কোটি। বিমানের যাত্রীদের মধ্যে ৪৪ জন ছিলেন প্রাপ্তবয়স্ক। এছাড়া পাচ শিশু ও নবজাতক ছিল। বিমানের ক্র ছিলেন আরও পাচ জন। দূর্ঘটনা থেকে কেউ বাচতে সক্ষম হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউডোডো টুইটারে সমবেদনা জানিয়ে ভুক্তোভুগীদের জন্য দেশবাশীকে একসঙ্গে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। দূর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায় নি। তবে খারাপ আবহাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে।