শ্রিলঙ্কায় ভোট শুরু
প্রকাশিত হয়েছে : ৯:০৫:২৩,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৭৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
শ্রিলঙ্কার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসের ফিরে আসার সুযোগ হিসেবে দেখা হচ্ছে এ নির্বাচনকে। জানুয়ারি মাসের প্রেসিডেন্ট নির্বাচনে যে রাজনৈতিক জোটের কাছে পরাজিত হয়েছিলেন তারাও এবারের নির্বাচনে ব্যপক সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে ব্যালটের লড়াইয়ে নেমেছে। আজকের এ নির্বাচনে শ্রিলঙ্কার ভোটাররা সংসদের ২২৫ জন আইনপ্রণেতাকে বেছে নেবেন। রাজাপাকসের শ্রিলঙ্কা ফ্রিডম পার্টি (এসএলএফপি) এবং বিদায়ী প্রধানমন্ত্রী রালিন বিক্রমাশিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) মধ্যে মূল লড়াইটা হবে বলে ধারণা করা হচ্ছে। জানুয়ারি মাসের প্রেসিডেন্ট নির্বাচনে ইউএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল। ওই নির্বাচনে রাজাপাকসে তার সাবেক স্বাস্থ্য মন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনার কাছে পরাজিত হয়েছিলেন। এবারের নির্বাচনে রাজাপাকসে প্রধানমন্ত্রী পদে লড়াই করছেন। শ্রিলঙ্কা জুড়ে মোট ১২,৩১৪ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকাল চারটা পর্যন্ত ভোট চলবে। আগামীকাল ভোটের ফল ঘোষণা করা হবে।