প্রিন্সেস ডায়ানাকে ‘স্ত্রী’ হিসেবে চেয়েছিলেন ট্রাম্প
প্রকাশিত হয়েছে : ৯:০৭:২৪,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৯৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বিলিয়নেয়ার ডোনাল্ড ট্রাম্প প্রয়াত প্রিন্সেস ডায়ানাকে স্ত্রী হিসেবে চেয়েছিলেন। প্রিন্স চার্লসের সঙ্গে ডায়ানার বিবাহ বিচ্ছেদের পর প্রিন্সেসের মনজয়ের চেষ্টা করেছিলেন ট্রাম্প। ডায়ানার বন্ধু বিবিসির টিভি উপস্থাপিকা সেলিনা স্কট এ দাবি করেছেন। এ নিয়ে সানডে টাইমসে প্রতিবেদন এসেছে। তিনি জানিয়েছেন, কেনসিংটন প্রাসাদে ডায়ানার জন্য বিশাল আকৃতির সব ফুলের বুকে পাঠাতেন ট্রাম্প। তিনি স্পষ্টতই ডায়ানাকে ‘ট্রফি ওয়াইফ’ হিসেবে দেখতেন। সেলিনা স্কট আরও বলেন, ডায়ানার অ্যাপার্টমেন্টে ফুলের তোড়া জমতে শুরু করলে ডায়ানা উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। ট্রাম্প তাকে বিরক্ত করছেন এমন অনুভব করা শুরু করেছিলেন প্রিন্সেস। সেলিনাকে একদিন নৈশভোজে ডায়ানা এ বিষয়ে জানতে চেয়েছিলেন, আমার এখন কি করা উচিত? তার (ট্রাম্প) কাছ থেকে আমি অস্বস্তি বোধ করি। সেলিনা বলেন তিনি পরামর্শ দিয়েছিলেন ট্রাম্পকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলতে। তিনি আরও বলেন, প্যারিসে ১৯৯৭ সালে মর্মান্তিক দুর্ঘটনায় ডায়নার মৃত্যুর পর ট্রাম্প তার বন্ধুদের বলেছিলেন, তার সব থেকে বড় আফসোস হলো ডায়ানার সঙ্গে কোনদিন ডেটিংয়ে যেতে পারেননি।