১ মাসে ৩ ছবি
প্রকাশিত হয়েছে : ৯:২৪:৫৭,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৬৮ বার পঠিত
এক মাসে চার সপ্তাহ। এর মধ্যে তিন সপ্তাহই প্রেক্ষাগৃহের পর্দাজুড়ে থাকছেন সময়ের আলোচিত নায়িকা পরীমনি। এক মাসে তিন ছবি মুক্তি যে কোন নায়ক-নায়িকার জন্য একদিকে যেমন সৌভাগ্যের, অন্যদিকে চ্যালেঞ্জের। অভিনয় জীবনের তিন নম্বর মুক্তিপ্রাপ্ত ছবি এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ দিয়ে প্রথম চ্যালেঞ্জে জয়ী হয়ে গেছেন আগামী দিনের নাম্বার ওয়ান নায়িকা পরীমনি। নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের সঙ্গে প্রথম পর্দায় এসে ঝড় তুলেছেন নতুন এ নায়িকা। ‘আরো ভালোবাসবো তোমায়’ পরীমনির প্রথম দুই মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভালবাসা সীমাহীন’ এবং ‘পাগলা দিওয়ানা’র সকল অপূর্ণতাকে পরিপূর্ণ করে তুলেছে। ছবির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা চরিত্রে তার অভিনয় এবং গ্ল্যামার- দুটোই দর্শকের মন জয় করেছে। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত আরেক ছবি ‘লাভার নাম্বার ওয়ান’। নতুন পরিচালক ফারুক ওমর পরিচালিত এ ছবিতে তার নায়ক বাপ্পি চৌধুরী। রোমান্টিক অ্যাকশন এই ছবিতে পরীমনিকে দেখা যাবে অত্যাধুনিক এক তরুণীর চরিত্রে। ‘লাভার নাম্বার ওয়ান’ মুক্তির আগেই ব্যাপক আলোচিত ছবির নায়িকা পরীমনি। এ ছবি মুক্তির এক সপ্তাহ পরেই ৪ঠা সেপ্টেম্বর মুক্তি পাবে বহুল আলোচিত ছবি ‘রানা প্লাজা’। নজরুল ইসলাম খান পরিচালিত এ ছবিতে পরীমনির নায়ক সাইমন। পরীমনির নিজের ভাষায় ‘রানা প্লাজা’ হচ্ছে তার জীবনের সেই ছবি, যা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তিনি বলেছেন, আজ আমি যে প্লাটফরমটিতে দাঁড়িয়ে আছি, সেটা ‘রানা প্লাজা’র জন্যই। প্রথমে শাকিব খান, পরে বাপ্পি চৌধুরী। তারপর সাইমন নাম্বার ওয়ান নায়কের পাশাপাশি সময়ের দুই আলোচিত নায়কের সঙ্গে তিন সপ্তাহে তিনটি নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে আসাটা শুরু হয়ে গেছে পরীমনির। সাফল্য দিয়েই শুরু, সবাই আশা করছেন শেষটাও হবে সাফল্য দিয়েই। কারণ, তিনটি ছবিই বড় বাজেটের, বড় মাপের। তিনটিরই প্রধান নায়িকা পরীমনি। এক মাসে তিন ছবি নিয়ে আসার সৌভাগ্যকে কাজে লাগিয়ে আর চ্যালেঞ্জকে জয় করে পরীমনি বর্তমান চলচ্চিত্রের মধ্যমণি হয়ে উঠবেন- এমন প্রত্যাশা সবার। আশাবাদী পরীমনি নিজেও। বললেন, আমার মধ্যে চেষ্টার কোন কমতি নেই। সবাই আমার প্রতি ভরসা করছেন, আস্থা রেখে ছবি নির্মাণ করছেন, আমি সর্বোচ্চ মেধা দিয়ে তাদের বিশ্বাস রাখার চেষ্টা করছি। আমাদের চলচ্চিত্রের সেরা নায়িকা হিসেবে আমি সবার মন জয় করতে চাই।