শেখ রাসেল ক্রীড়াচক্রই রানার্সআপ
প্রকাশিত হয়েছে : ১০:১৫:৪৫,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৮২ বার পঠিত
স্পোর্টস রিপোর্টার |
কাউকে অপেক্ষায় থাকতে হয়নি। অপেক্ষায় থাকেনি শেখ রাসেল ক্রীড়া চক্রও। বড় জয় পেয়েই প্রিমিয়ার লীগে রানার্সআপ হলো তারা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের শেষ এবং গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ রাসেল ৪-০ গোলে হারায় রহমতগঞ্জকে। বিজয়ী দলের ক্যামেরুনের ফরোয়ার্ড পল ইমিল হ্যাটট্রিক করেন। অন্য গোলটি করেন অধিনায়ক মিঠুন চৌধুরী। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট পেয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকেই এবারের লীগ শেষ করলো শেখ রাসেল। সমান সংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে জায়গা পেলো রহমতগঞ্জ। গতকাল প্রথম ম্যাচে শেখ রাসেল ড্র করলে কিংবা হারলে রানার্সআপ হওয়ার লড়াইটা জিইয়ে থাকতো আবাহনী লিমিটেড ও মোহামেডানের মধ্যকার দ্বৈরথে। কিন্তু সে অপেক্ষায় আর থাকতে হয়নি। কারণ ম্যাচের শুরু থেকেই গোল পেতে মরিয়া ছিল শেখ রাসেল। একের পর এক আক্রমণে তারা প্রতিপক্ষ রহমতগঞ্জকে ব্যতিব্যস্ত করে তোলে। তারপরেও গোল পেতে অলব্লুদের প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। যদিও ২৯ মিনিটে বক্সের বাইরে শেখ রাসেলের ক্যামেরুনের মিডফিল্ডার ইকাঙ্গার দূরপাল্লার শট দারুণভাবে তালুবন্দি করেন রহমতগঞ্জের গোলকিপার আল আমিন। এরপর ৩২ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে শট নেন ইকাঙ্গা। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও তিনি গোল করতে ব্যর্থ হন। তার শট ক্রসবারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। অবশেষে গোলের দেখা পায় শেখ রাসেল ৪২ মিনিটে। অধিনায়ক মিঠুন চৌধুরী বাঁপ্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে শটে গোল করলে এগিয়ে যায় শেখ রাসেল (১-০)। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও মরিয়া হয়ে ওঠেন শেখ রাসেলের ফুটবলাররা। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ৫৭ মিনিটে ডান প্রান্তে কর্নার পায় তারা। মিডফিল্ডার জাহিদ হোসেনের কর্নার থেকে ইমিলের হেড রহমতগঞ্জের জাল কাঁপায় (২-০)। মিনিট ছয়েক পর তৃতীয় গোল পায় অলব্লুরা। এ সময় বাঁ প্রান্ত থেকে মিঠুনের ক্রসে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন পল এই ক্যামেরুনের ফরোয়ার্ড (৩-০)। ৭০ মিনিটে দলের চতুর্থ এবং নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড। প্রায় মাঝ মাঠ থেকে মিঠুন চৌধুরী আড়াআড়ি শটে পাস দেন পল ইমিলকে। ডান প্রান্ত দিয়ে বল নিয়ে রহমতগঞ্জের বিপদ সীমানায় প্রবেশ করলে গোলকিপার আল আমিন এগিয়ে আসেন। এই সুযোগে ফাঁকা পোস্টে বল ঠেলে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন পল ইমিল (৪-০)। এটা লীগের নবম হ্যাটট্রিক। ম্যাচের বাকি সময় বেশ ক’টি সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারায় ৪-০ গোলের বড় জয় দিয়েই লীগ শেষ করে শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন শেখ জামালের মতো মাঠেই তাদের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেয়া হয়।
আজকের খেলা
প্রিমিয়ার ফুটবল লীগ
বিজেএমসি ও সকার ক্লাব
(বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বিকাল ৪টা ১৫)