বার্সাকে হারিয়ে ৩১ বছর পর বিলবাওয়ের শিরোপা
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:৪৪,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৩১ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
অসম্ভব প্রত্যাশার সামনে দাঁড়িয়ে ছিল বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে তারা বিধ্বস্ত হয় ৪-০ গোলে। শিরোপা জয়ের জন্য ন্যু ক্যাম্পে ফিরতি লেগে তাদের কমপক্ষে ৫-০ গোলে জিততে হতো। দলটি বার্সেলোনা বলে অনেকেই এমন অসম্ভব লক্ষ্যকেও সম্ভব মনে করছিলেন। গত মওসুমে ট্রেবল শিরোপাজয়ী দলটিতে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের মতো স্ট্রাইকার রয়েছে। কিন্তু নিজেদের মাঠে এত ব্যবধান তো দূরে থাক, জয়ই পেলো না। স্বাগতিক কাতালানদের ১-১ গোলে রুখে দিয়ে দুই লেগে ৫-১ এগ্রিগেটে শিরোপা জিতে নিয়েছে বিলবাও। এতে ৩১ বছর পর স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো তারা। সর্বশেষ তারা এই শিরোপা জিতেছিল ১৯৮৪ সালে। তবে সেবার শিরোপা জয়ের জন্য তাদের খেলতে হয়নি। আগের মওসুমে স্প্যানিশ লা-লিগা ও কোপা আমেরিকার শিরোপাজয়ী হিসেবে তারা কারও বিপক্ষে না খেলেই সুপার কাপের শিরোপা জেতে। তবে সর্বশেষ তারা সুপার কাপে খেলে ২০০৯ সালে। সেবার দুই লেগে ৫-১ ব্যবধানে তারা হারে এই বার্সেলোনার কাছেই। পাঁচ বছর সেই বার্সেলোনাকে একই ব্যাবধানে হারিয়ে এবার মধুর প্রতিশোধ নিল অ্যাথলেটিক বিলবাও। সোমবার ন্যু ক্যাম্পে ম্যাচের ৪৩ মিনিটে স্বাগতিক বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। কিন্তু ৭৪ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান ৩৪ বছর বয়সী স্পানিয়ার্ড স্ট্রাইকার আদুরিজ জুবেলদিয়া। তিনি প্রথম লেগে হ্যাটট্রিক করেন।