হামলার পর ব্যাংককে খুলে দেয়া হলো মন্দির
প্রকাশিত হয়েছে : ২:০৮:৩৫,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৮৯ বার পঠিত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বোমা হামলার পর শিরনে মন্দির পুনরায় খুলে দেয়া হয়েছে। বুধবার সন্ন্যাসীরা সেখানে প্রার্থনা করেন।
সোমবার সন্ধ্যায় ঐ মন্দিরে ভয়াবহ বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়।
মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সন্দেহভাজন এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি কিছু একটা স্থাপন করছেন। আর সেটি বোমা ছিল বলে ধারণা করা হচ্ছে।
থাইল্যান্ডের পুলিশ প্রধান সোময়ুত পুমপ্যানমউঙ বলেছেন, হামলাকারী একা নয়। সে একটি সংঘের হয়ে এই কাজ করেছে বলে আমরা নিশ্চিত।
পুলিশ জানায়, মঙ্গলবার ব্যাংককের একটি জেটিতে দ্বিতীয় যে হামলা হয়েছেতার সঙ্গে আগের হামলার যোগসূত্র থাকতে পারে।