শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে যোগ দিতে দিল্লি গেছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২:৫৭:২১,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৪৭ বার পঠিত
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে অংশ নিতে নয়া দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
পররাষ্ট্রসচিব শহীদুল হক ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তার সঙ্গে রয়েছেন।
দিল্লি পৌঁছে শেখ হাসিনা সরাসরি ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন এবং শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী বিকাল ৩টায় আবার ঢাকার পথে রওনা হবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানান।
বাংলাদেশের মেয়ে প্রনবপত্নী শুভ্রা মুখোপাধ্যায়ের মঙ্গলবার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।