ক্ষমা চাইলেন পিকে
প্রকাশিত হয়েছে : ৩:৪১:০৮,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩১৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে লাইন্সম্যানকে অপমান করার দায়ে লাল কার্ড পেয়েছিলেন বার্সেলোনার সেন্টার ব্যাক জেরার্ড পিকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের অন্যতম নির্ভরযোগ্য এই ডিফেন্ডারকে হারিয়ে অনেকটাই ছন্দ হারিয়ে ফেলে লুইস এনরিকের দল। ম্যাচে এই ধরনের আচরণ ও লাল কার্ডের জন্য টুইটারে ক্ষমা চেয়েছেন পিকে।
প্রথম লেগে ৪-০ গোলে পরাজিত হওয়ার পরে দ্বিতীয় লেগে পিকের লাল কার্ডের আগ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল কাতালানরা। রেফারি কার্লোস ভেলাসকো কারবালো তার রিপোর্টে লিখেছেন, লাইন্সম্যানের সাথে পিকে অপমানজনক ভাষায় কথা বলেছেন। বিলবাও ম্যাচ শেষের ১৬ মিনিট আগে ম্যাচে সমতা ফেরালে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ৩১ বছর পরে কোনো টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি।
মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে পিকে লিখেছেন, ‘আমি ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করছি। কারণ সহকারী রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর প্রক্রিয়াটা সঠিক ছিল না। ম্যাচটিতে ঐ সময় বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এরপরেও তার প্রতি কোনো ধরনের অপমানজনক আচরণ করা মোটেও ঠিক হয়নি।’
পিকের শাস্তির বিষয়টি মেনে নিয়েছে স্প্যানিশ সকার ফেডারেশন। তবে ক্ষমা প্রার্থনা সত্ত্বেও পিকের সামনে বেশ কয়েকটি ম্যাচ নিষেধাজ্ঞার খড়গ ঠিকই অপেক্ষা করছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
খবর বাসসের।