ইরানকে এস-৩০০ সরবরাহে আপত্তি জানাবে আমেরিকা
প্রকাশিত হয়েছে : ১০:২১:৩১,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৬৯ বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, ইরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের রুশ সিদ্ধান্তের প্রতিবাদ জানাবে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি আজ এ সম্পর্কে বলেছেন, “আমরা অবশ্যই এর প্রতিবাদ জানাই।”
রাশিয়ার কাছ থেকে ইরান অচিরেই অত্যাধুনিক এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করবে বলে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দেয়ার একদিন পর কিরবি ওই ঘোষণা দিলেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান গতকাল বলেছিলেন, “ইরানকে সরবরাহ করার আগে রাশিয়া এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সর্বশেষ সব প্রযুক্তি সংযোজন করবে।”
মার্কিন পররাষ্ট্র দফতর এমন সময় ইরানকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের বিরোধিতা করল যখন ওই দফতরের একজন কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন, জাতিসংঘের অবরোধ বা সাম্প্রতিক পরমাণু সমঝোতার কোথায় এই ক্ষেপণাস্ত্র সরবরাহকে নিষিদ্ধ করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কিন্তু তারপরও ওয়াশিংটন চায় না মস্কোর কাছ থেকে এ ব্যবস্থা পেয়ে যাক তেহরান।
ওদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভস বলেছেন, “ইরানিদের কাছে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে আমাদের উদ্বেগের কথা প্রকাশ করে এসেছি।”
তেহরান বলেছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি তেহরান আনার ব্যাপারে চুক্তি সই করতে আগামী সপ্তাহে একটি ইরানি প্রতিনিধিদল মস্কো সফরে যাবে। এ ব্যবস্থা ইরানকে সরবরাহ করার পথের সব বাধা দূর করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত এপ্রিলে এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেন।